ভিনেশ এবং মোদি

Narendra Modi: ‘দেশের গর্ব ভিনেশ’- পদক না পেলেও তারকা কুস্তিগিরকে প্রশংসায় ভরালেন মোদি

নয়াদিল্লি: ভিনেশ ফোগটকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের দিন নিজের বাসভবন নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে ভিনেশ ফোগটকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই ভারতের এই মহিলা কুস্তিগিরকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। ভিনেশ ফোগটই প্রথম মহিলা অ্যাথলিট তথা কুস্তিগির যিনি প্যারিস অলিম্পিক্সে প্রথমবার ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু, বিতর্কের জেরে তাঁর পদক হাতছাড়া হয় তা সত্ত্বেও তাঁর এই লড়াইকে কুর্নিস জানান মোদি।
আরও পড়ুন: নিলাম নিয়ে বড় সিদ্ধান্ত, ম্যাচের সংখ্যাতেও বড়সড় বদল, বদলে যাবে IPL-র খোলনলচে
এই প্রসঙ্গে তিনি বলেন, “ভিনেশই প্রথম মহিলা কুস্তিগির যিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন, এটা সবথেকে গর্বের বিষয়।”
৫০ কেজির বিভাগে অংশগ্রহণ করে ভিনেশ একদম ফাইনালে পৌঁছে গেছিলেন। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার জন্য তাঁকে গোটা প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়। এরপরেই আন্তর্জাতিক নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আট্রিবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস) এর কাছে আবেদন জানান অন্তত তাঁকে রুপো পদক দেওয়া জন্য। কিন্তু সেই সংস্থা ভিনেশের আবেদনে সাড়া দেয়নি। ফলে খালি হাতেই ফিরতে হয় এই ভারতীয় মহিলা কুস্তিগিরকে। কিন্তু তাঁর এই ব্যর্থতার পরেও পাশে দাঁড়ান সচিন,নীরজ-সহ বহু তারকা ক্রীড়াবিদ। এবং স্বাধীনতা দিবসের দিন ভিনেশকে ভারতের গর্ব হিসাবে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।