প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ICC T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী, ফোনে কথা বললেন রোহিত, কোহলি, দ্রাবিড়ের সঙ্গে

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন বিরাট রোহিত। ১৩ বছর পরে বিশ্বমঞ্চে সফল হয়েছে ভারত, বিশ্বকাপ জয়ের উৎসবে মেতেছে আসমুদ্র হিমাচল।‍

বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন মোদি নিজেই। সকালেই বিশ্বকাপ জয় নিয়ে এক্স হ্যান্ডেলে সেই কথা জানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ভারতীয় দলের খেলোয়াড়দের দলের প্রতি দায়িত্ববোধেরও প্রশংসা করেন তিনি।

দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে কথা বলেন মোদি। সেই বিষয় নিয়ে এক্স হ্যান্ডলে লেখেন মোদি। রোহিতের প্রশংসা করে তিনি লেখেন, “তোমার আগ্রাসী মনোভাব, অধিনায়কত্ব, ভারতকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তোমার টি২০ ক্রিকেটে তোমার অবদান দীর্ঘ দিন মনে থাকবে”।

বিরাট কোহলির প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “ফাইনালের ইনিংসের মতো ভারতের ব্যাটিংরে নেতৃত্ব দিয়েছ। ক্রিকেটের সব ফর্মে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। টি২০ ক্রিকেট আপনাকে মিস করবে, কিন্তু আমি নিশ্চিত যে নতুন প্রজন্মের খেলোয়ারদের আপনি অনুপ্রাণিত করবেন”।

রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “রাহুল দ্রাবিড়ের দুর্দান্ত কোচিং ভারতকে সাফল্য এনে দিয়েছে”। প্রথমে খেলোয়ার হিসাবে, পরে কোচ হিসাবে ভারতীয় ক্রিকেটে অবদান রেখেছেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটার হিসাবে পারেননি, কোচ হিসাবে ভারতকে বিশ্বকাপ দিয়েছেন। সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মোদি।