আজ এনডিএ-র বৈঠক

NDA Leader: জমে উঠেছে দিল্লি, NDA-র সংসদীয় নেতা কে হবেন! মোদিকে মানবেন তো শরিকরা?

নয়াদিল্লি: শুক্রবার এনডিএর সংসদীয় নেতা বাছাইয়ের পালা। সব ঠিক থাকলে নরেন্দ্র মোদিই হবেন এনডিএ-র সাংসদীয় কমিটির নেতা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় লোকসভার সেন্ট্রাল হলে এনডিএ-র সব শরিক দলের সাংসদেরা মিলিত হবেন নিজেদের নেতা বাছাই করতে। ইতিমধ্যেই প্রায় সব দলেরই সাংসদেরা উপস্থিত হয়েছেন দিল্লিতে।

এনডিএ সাংসদীয় কমিটির বৈঠকের আগে বিজেপির সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও। নিজের দলের সাংসদদের আগামী দিনের জন্য প্রয়োজনীয় বার্তা দেবেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: লকেটকে হারিয়ে রচনার জয়, তবু অভিমানী পোস্ট তৃণমূল বিধায়কের! কেন, কী ঘটল?

ইতিমধ্যেই দিল্লি এসে গিয়েছেন নীতীশ কুমারও। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর দিল্লির বাসভবনে নিজের দলের ১২ জন সাংসদের সঙ্গে বৈঠকে বসবেন নীতীশও।

এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বাংলার সব সাংসদরা। শুক্রবার লোকসভার এনডিএ বৈঠকে যোগ দেবেন সাংসদেরা।