সোমবার রাজ‍্যে পঞ্চম দফার ভোট!

Loksabha Election 2024: বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭০ শতাংশের বেশি, সর্বনিম্ন বিহার

নয়াদিল্লি: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয় মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ হয়।

বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি।

শুক্রবার দার্জিলিং-এ বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭১.৪১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়ল ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮০ শতাংশ।

শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ মাত্রা ছাড়িয়েছে। তবু তার মধ্যেই বাংলায় ভোটদানের হার নজিরগড়া। বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। ভোট শতাংশের বিচারে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল ত্রিপুরায়৷