Tag Archives: Loksabha Election2024

Lok Sabha Election 2024: স্বামী লড়াই করছেন TMC-র টিকিটে, মিঠুনের আশীর্বাদ নিয়ে স্ত্রী যোগ দিলেন বিজেপিতে

Lok Sabha Election 2024 : Mithun Chakrabarty র হাত ধরলেন TMC প্রার্থীর স্ত্রী ।  মাথায় দিয়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন মিঠুন৷ লোকসভা নির্বাচনের প্রচার মঞ্চেই দেখা গেল সেই দৃশ্য৷   দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)

Loksabha Election 2024: বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭০ শতাংশের বেশি, সর্বনিম্ন বিহার

নয়াদিল্লি: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয় মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ হয়।

বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি।

শুক্রবার দার্জিলিং-এ বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭১.৪১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়ল ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮০ শতাংশ।

শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ মাত্রা ছাড়িয়েছে। তবু তার মধ্যেই বাংলায় ভোটদানের হার নজিরগড়া। বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। ভোট শতাংশের বিচারে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল ত্রিপুরায়৷

Mamata Banerjee: ‘ইচ্ছে করে করেছে যাতে ভোটের সময় অনুব্রত বের হতে না পারে…’ কেষ্টহীন বীরভূমে প্রথম সভায় হুঙ্কার মমতার

বীরভূম: ১১ অগাস্ট CBI-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। কেষ্টগড়ে এই প্রথম অনুব্রতকে ছাড়া লোকসভা ভোট। পঞ্চায়েতে বিপুল সাফল্য়ের পরে এবার লোকসভার দিকে তাকিয়ে রাজ্য়ের শাসকদল। আজ, মঙ্গলবার সেই ভোট-প্রচারে হাঁসনে আসেন তৃণণূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, ‘ কেষ্ট আজ নেই। তাঁকে ও তাঁর মেয়েকে বন্দী করে রেখেছে। দেখবেন ভোটের পর তাঁকে ছেড়ে দেবে। ইচ্ছা করে করেছে যাতে ও ইলেকশনোর সময় বের হতে না পারে।’

তিনি আরও বলেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়া নির্বাচন নয়।আমাদের গ্যারান্টি আমরা ১০০ পার্সেন্ট করেছি। বিজেপি এতটাই ঘাবড়ে গিয়েছে যে আজ ভয়ানক ভয়ানক কথা বলছে। আমি এই কথা গুলো বলে ভেদাভদের প্রাচীর তুলতে চাইনা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে কথা গুলো বেরোচ্ছে তার জন্য আগামী দিনে মূল্য দিতে হবে।

 উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। বলেন, ‘আমি বীরভূমে দু-তিনটি কথা বলব। দেউচা পাচামিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হচ্ছে। ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।’

আরও পড়ুন- সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ ! উত্তরের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

তাঁর কথায়, ‘বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ তাঁরা এই দুটো সিট আমাদের দিয়েছেন। প্রতিদিন এঁদের বিজেপি অত্যাচার করেছে। শতাব্দী রায়কে অনেক হুমকি ও দেওয়া হয়েছে। এই সব খেলা চলছে। ভয় দেখানোর খেলা চলছে।’ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে জনসভা করছেন তিনি। এদিন কেষ্টগড়ে দাঁড়িয়ে মমতার মুখে শোনা গেল কেষ্ট স্তুতিই। ভোটের ফল কী বলবে? সেদিকে তাকিয়ে রাজনীতির কারবারিরা।

Lok Sabha Election 2024: আবারও সেই মজুরি বৃদ্ধির দাবি! কবে ফিরবে সুদিন? ভোটের মুখে প্রশ্ন পাহাড়ের চা শ্রমিকদের

দার্জিলিং: দার্জিলিং মানেই চা বাগান ঘেরা সুন্দর একটি জায়গা । দার্জিলিংয়ের চা বিশ্ব বিখ্যাত। সবুজ পাহাড়ের ঢালে একের পর এক চায়ের বাগান, যেন সবুজ গালিচার মতো মুড়ে রেখেছে পাহাড়কে। চা বাগানের ঢালে নেপালী মহিলাদের পিঠে ঝুড়ি নিয়ে চা পাতা তোলা পাহাড়ের এক অতি চেনাদৃশ্য। চা রসিকদের পেয়ালায় দার্জিলিঙের ফার্স্ট ফ্লাশের সুবাস উঠতে আর বেশি দেরি নেই। তবে এই চা উৎপাদনের মূল কারিগর যারা বছরের পর বছর চা পাতা তুলে আসছেন, তাঁরা কেমন আছেন?

সকাল ৭ টায় চা পাতা তুলতে বেরিয়ে পড়েন সকলে। তারপর বিকেল ৪টেয় বাড়ি ফেরেন। দিনের শেষে মজুরি হিসাবে তাঁরা ২৫০ টাকা পান। কিন্তু তাই দিয়ে তো সংসার চালানো প্রায় দুষ্কর। তাই লোকসভা ভোটে এবার তাঁদের দাবি এই মজুরি বৃদ্ধি। সিঙ্গেল  চা বাগানে কর্মরত এক শ্রমিক মণিকা রাই জানান, ‘ভোট এলেই নেতা মন্ত্রীরা ছুটে আসেন, তারপর তাঁদের আর দেখা পাওয়া যায় না। ‘

আরও পড়ুন: ২৫ হাজার চাকরি বাতিল! ফেরত দিতে হবে বেতনও, হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

শশী থাপা জানান, সারা দিন কাজ করে মাত্র ২৫০ টাকা প্রাপ্তি। এবার মজুরি না বাড়ালে কাজ করা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের পক্ষে।

দার্জিলিংয়ে মোট ৮৩টি চা-বাগানে ২০,০০০ হেক্টর জমিতে বছরে গড়ে ১২ মিলিয়ন কেজি দার্জিলিং-চা উৎপাদিত হয়। তবে চা বাগানগুলিকে কেন্দ্র করে প্রচুর চা শ্রমিক রয়েছে। চা বাগানের কর্মীদের দুরবস্থার কথা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংস্থার তরফে বলা হচ্ছে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল এই কেন্দ্রের ভোট। চা বাগানের কর্মীদের এই দুরবস্থা কি ইস্যু হতে পারে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Loksabha Election 2024: জলপাইগুড়িতে ভোট দিলেই মিলছে পেট-ভরা লুচি ঘুগনি

জলপাইগুড়িতে ভোট দিলেই মিলছে পেট-ভরা লুচি ঘুগনি। ভোট দিলেই মিলছে গরম গরম ফুলকো লুচি! থাকছে দুপুরের জম্পেশ আহারও। ভোট উৎসবের সঙ্গে চড়ুইভাতির আমেজ এখানে! দেখিন ভিডিও–