সুমাইয়া সিদ্দিকী 

NEET RESULT 2024: বাবা টোটো চালক! মা গৃহবধূ, নিটে দারুণ সাফল্য সুমাইয়ার! খুশি গোট পরিবার

মুর্শিদাবাদ: বাবা টোটো চালক। মা হলেন গৃহবধূ। সংসারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। আর সেই আর্থিক প্রতিকূলতা কাটিয়ে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট-এ ভাল ফলাফল করলেন মুর্শিদাবাদের সুমাইয়া সিদ্দিকী। মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার সুমাইয়া সিদ্দিকী নজর কাড়ে।

আরও পড়ুনঃ জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জনছে ত্রিবেনীর রিতম ব্যানার্জির

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৭০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সর্বভারতীয় স্তরে তিনি ১৪০৩২ র‍্যাঙ্ক করেছেন। ওবিসি ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক ৫৯৮১। স্বাভাবিকভাবেই সুমাইয়ার পরিবারে খুশির হাওয়া। প্রতিবেশীরাও খুশি।

জানা গিয়েছে, ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া সিদ্দিকীর বাড়ি । বাবা মোবারাক হোসেন টোটো চালক। মা সাজেদা বিবি গৃহবধূ। তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে বড় সুমাইয়া। ভাইবোনেদের মধ্যে বরাবর মেধাবী সুমাইয়া। ছোট থেকেই ক্লাসে প্রথম স্থান দখল করে এসেছেন তিনি। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। আর সেই জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে গিয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর স্কুল বেস আন নুর মডেল স্কুলেব্লক স্তরে মাধ্যমিক ৬৬১ পেয়েছিলেন। পরে বর্ধমান মেমারি থেকে আলামিন মিশনে ৪৬৫ নম্বর পেয়ে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলে। পরে হাওড়রা উলুবেড়িয়া আলামিন মিশন থেকে নিট পরিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে।

আর সেখানেই মেলে সাফল্য। সুমাইয়ার এই সাফল্যে খুশি ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পড়াশোনার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন বিধায়ক মনিরুল ইসলাম। তার সাফল্য গর্বিত ফরাক্কার বাসিন্দারাও। আগামী দিনে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছেন এই কৃতী ছাত্রী সুমাইয়া সিদ্দিকী।

কৌশিক অধিকারী