নিট ইউজি ২০২৪-এর ফলপ্রকাশ কবে?

NEET UG 2024 Result: অবশেষে শনিবার প্রকাশ নিট ইউজি ২০২৪-এর ফলাফল, কিন্তু রয়েছে বড় ‘সুপ্রিম’ শর্ত! জানুন

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে নিট ইউজি ২০২৪ পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে হবে এনটিএ-কে।

আদালতের পর্যবেক্ষণ, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অর্থাৎ এর আগে যে ছাত্র পরীক্ষা দিয়েছে সে তার রোল নম্বর পুট করে ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পারতেন। কিন্তু এখন প্রত্যেকটি রেজাল্টই সার্বিক ভাবে প্রকাশ করতে হবে এনটিএ-কে। সেখানে ছাত্রদের পরিচয় গোপন রাখা হবে কিন্তু নম্বর ও সেন্টারের নাম প্রকাশ করতে হবে এনটিএ-র ওয়েবসাইটে।

আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বিতর্কিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি ২০২৪ সম্পর্কিত একগুচ্ছ পিটিশনের গুরুত্বপূর্ণ শুনানি শুরু করেছে ৷

সেই শুনানিতে শীর্ষ আদালত বলেছে যে, এর সামাজিক প্রভাব রয়েছে। নিট-ইউজি আবেদনের আগে তালিকাভুক্ত মামলাগুলি স্থগিত করে আদালত বলেছে যে, “আমরা আজ মামলাটি খুলব। লক্ষ লক্ষ তরুণ ছাত্র এটির জন্য অপেক্ষা করছে, সেই মামলাগুলি শোনা যাক এবং সিদ্ধান্ত নেওয়া যাক ।”

আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে

২৩.৩৩ লাখেরও বেশি পরীক্ষার্থী গত ৫ মে বিদেশের ১৪টি-সহ মোট ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে গত ১০ জুলাই গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করেছিল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়।

মৈত্রেয়ী ভট্টাচার্য