Tag Archives: NEET UG

Success Story: ঠেলাগাড়িতে করে বেচত সিঙাড়া! সেই ছাত্রই ক্লিয়ার করল NEET UG, প্রশ্নফাঁসের যুগে নিজের যোগ্যতায় হবে ডাক্তার

নয়ডা:  সকাল থেকে স্কুল। তারপর বিকেলে স্কুল ছুটির পরে সিঙাড়ার ঠেলা লাগানোর তোড়জোড়। তাতেও পেরিয়ে যেত প্রায় ঘণ্টা দুই। তারও পরে ২-৩ ঘণ্টা সেই ঠেলাগাড়িতে করে সিঙাড়া ভেজে বিক্রি করা। বাড়ির ফেরার পরে একটি ফ্রেশ হয়ে খেয়েদেয়ে যতটুকু পড়া। সেই পড়াশোনা আর একাগ্রতা দিয়েই ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট (ইউজি) ক্র্যাক করল নয়ডার এই ছেলে৷

বয়স ১৮৷ ১৮টাই তো স্বপ্ন দেখার বয়স৷ সানি কুমারের নয়ডার এক চিলতে ভাড়ার ঘরে গেলেই চোখে পড়বে দেওয়াল জুড়ে লাগিয়ে রাখা লাস্ট মোমেন্ট রিভিশন শর্ট নোটসগুলো৷ যে আদৌ শর্ট নোটস বলা যায় কিনা , তা নিয়েই মজাচ্ছলে সন্দেহপ্রকাশ করেছে এই ছাত্র৷

আরও পড়ুন:  দিলীপ-সুকান্ত মিলে রাজভবনে গিয়ে মমতার নামে ‘নালিশ’! তারপরেই তড়িঘড়ি দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস

একদিকে যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে নিট-এর প্রশ্নপত্র কিনেছে কেউ কেউ, সেখানে সানি কুমারের মতো ছাত্ররাও রয়েছে, যারা চূড়ান্ত আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সংসার চালানোর জন্য রাস্তায় সিঙাড়া বেচার পরেও দিনের শেষে নিট-এ ৭২০-র মধ্যে ৬৬৪ নম্বর তুলতে পেরেছে৷

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োয় কুমার জানান, তাঁর এই পড়াশোনায় নিজের বাবাকেই পাশে পাননি তিনি৷ আসলে যেখানে রোজের দু’বেলা খাওয়া জোগাড় করাই দুষ্কর, সেখানে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন, বামুন হয়ে আকাশের চাঁদ ধরার মতো মনে হত সানির বাবার৷

তবে সানি জানিয়েছে, তাঁর এই যুদ্ধে তিনি সবসময় পাশে পেয়েছেন তাঁর মাকে৷ মায়ের পূর্ণ সহযোগিতা ছিল তাঁর সঙ্গে৷

আরও পড়ুন: দিল্লির জরুরি তলব? সুকান্ত, দিলীপের সঙ্গে বৈঠক সেরেই রাজধানীর পথে রাজ্যপাল!

ছেলের গরবে গর্বিত সানির মা বলেন, ‘‘ও সবসময় বলত, আমায় শুধু একটু পড়তে দাও, একটু আমার কাঁধে হাত রাখো৷ কোনও ভাবে একটা আমায় পড়িয়ে দাও, আমি কিছু হতে চাই৷’’

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

স্কুলের পরে ঠেলায় করে সিঙাড়া ভেজে বিক্রি করা সেই ছেলেটাই এখন ভবিষ্যতে ডাক্তার হতে চলেছে৷

এমন কৃতী ছাত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ফিজিক্স ওয়ালার অলোক পাণ্ডে৷ সানির পড়াশোনার স্বার্থে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷ পাশাপাশি, মেডিক্যাল কলেজে সানির যা টিউশন ফিজ লাগবে, তা-ও তিনি বহন করবেন বলে জানিয়েছেন৷

Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের

নয়ডা : যে দু’টি হাত শিঙাড়া ভেজে বিক্রি করে, সেই হাতেই পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়৷ এই আপাত অসম্ভবকে সম্ভব করেছেন নয়ডার যুবক সানিকুমার৷ জীবনের সব প্রতিবন্ধকতা জয় করে NEET (UG) 2024 পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷ ৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷

সানি সকালে স্কুলে যেতেন৷ বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত তার ঠিকানা ছিল নয়ডার ১২ নম্বর সেক্টরে তার রাস্তার খাবারের দোকান৷ সেখানে ঠেলাগাড়িতে শিঙাড়া, পাউরুটির পকোড়া বিক্রি করেন তিনি৷ এই ছোট বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে তাঁকে৷

আরও পড়ুন : দিনের এই সময়ে দুধে চিনির বদলে এটা মিশিয়ে খান! গ্যাস, অম্বল, বদহজম ও গাঁটের ব্যথার কোনও চিহ্নই থাকবে না!

 

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

জীবনে কিছু করার জন্য মায়ের পূর্ণ সমর্থন পেয়েছেন সানি৷ সোশ্যাল মিডিয়ায় ফিজিক্সওয়ালাহ-র কোচিং নিয়েছেন সানি৷ এখন তাঁর স্বপ্ন, সরকারি কলেজে ডাক্তারি পড়া৷ সানির নিদর্শন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা৷ নেটিজেনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং কুর্নিশস্রোতে ভাসছেন সানি৷ তবে অভিনন্দন স্রোতে ভেসে গিয়ে লক্ষ্যচ্যুত হতে চান না এই তরুণ৷ পা মাটিতে রেখে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে ব্রতী তিনি৷

NEET UG 2024 Supreme Court: ‘গ্রেস মার্কস দিয়ে ছেলেখেলা হয়েছে’, নিট ইউজি-র চূড়ান্ত রায়ে NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্র ফাঁসের মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গোটা দেশ তাকিয়ে ছিল এই মামলার রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিগত ভাবে ফাঁস করা হয়নি। এই পেপার লিক শুধুমাত্র পটনা এবং হাজারিবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল।’

সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতাগুলি শনাক্ত করতে এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ‘এসওপি’ প্রণয়ন করার কথা বিবেচনা করবে কেন্দ্র দ্বারা গঠিত কমিটি। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াগুলি যাতে আরও পোক্ত হয় এবং পরীক্ষা কেন্দ্রগুলির সিসিটিভি পর্যবেক্ষণ যাতে নিশ্ছিদ্র হয়, সেটাও দেখতে হবে এই কমিটিকে।

আরও পড়ুন: প্রবল ঝাঁকুনি-অন্ধকার ট্রেনে ধোঁয়া! দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেলে কীভাবে বাঁচলেন নূর ও তোফিক? শিউরে উঠবেন

কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানায়, নিটে ব্যাপক হারে প্রশ্নফাঁস হয়েছে তেমন কোনও প্রমাণ মেলেনি। গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছ্বতা প্রভাবিত হয়েছে, সেটা বলার মতোও প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএর খামতিগুলোও তুলে ধরেছে শীর্ষ আদালত। ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির। ভর্ৎসনা আদালতের।

আরও পড়ুন: কোনও ব্যথাকে অবহেলা নয়, ৪০-এর পর হাড়ে ‘ঘুণ’ ধরে! ক্ষয় থেকে বাঁচার ৫ পথ জানুন

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘এনটিএকে এবার টালবাহানা বন্ধ করতে হবে। যেভাবে টালবাহানা করছে, সেটা মোটেই পড়ুয়াদের স্বার্থের জন্য ভাল নয়।’ যেভাবে এনটিএ পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিয়ে দুর্নীতির দুয়ার খুলে দিয়েছে, যেভাবে ১৫৬৩ পড়ুয়াকে গ্রেস মার্কস দিয়েছে, সেসবই ছেলেখেলা বলে মনে করেছে শীর্ষ আদালত।

NEET UG Result 2024 Revised Merit List: নিট ইউজি-র সংশোধিত ফলাফল সত্যি কি প্রকাশিত? শিক্ষামন্ত্রক দিল বড় খবর, বিশদে জানুন

নয়াদিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ২৫ জুলাই, ২০২৪ তারিখে NEET UG-র সংশোধিত স্কোরকার্ড ২০২৪ প্রকাশ করেনি। প্রথমে এমন খবর শোনা গেলেও, পরে শিক্ষামন্ত্রকের তরফে ঘোষণা করা হয় সংশোধিত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে তা শীঘ্রই করা হবে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখা যাবে অফিশিয়ার ওয়েবসাইটে।

চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধাতালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে পাশ করা কঠিন, তবে চাকরি পেলেই বিপুল বেতন! জানুন

NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট – ক্লিক করুন এখানে

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেছিলেন যে আগামী দুই দিনের মধ্যে NEET UG-র সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষ স্থান দখল করে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে। এমন ৪৪ জন পড়ুয়ার উপরও প্রভাব পড়বে, যাঁরা ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছিলেন। ফিজিক্সের প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে ভুল উত্তর দিলেও ওই ৪৪ জন প্রার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল।

NEET UG 2024 Result: অবশেষে শনিবার প্রকাশ নিট ইউজি ২০২৪-এর ফলাফল, কিন্তু রয়েছে বড় ‘সুপ্রিম’ শর্ত! জানুন

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে নিট ইউজি ২০২৪ পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে হবে এনটিএ-কে।

আদালতের পর্যবেক্ষণ, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অর্থাৎ এর আগে যে ছাত্র পরীক্ষা দিয়েছে সে তার রোল নম্বর পুট করে ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পারতেন। কিন্তু এখন প্রত্যেকটি রেজাল্টই সার্বিক ভাবে প্রকাশ করতে হবে এনটিএ-কে। সেখানে ছাত্রদের পরিচয় গোপন রাখা হবে কিন্তু নম্বর ও সেন্টারের নাম প্রকাশ করতে হবে এনটিএ-র ওয়েবসাইটে।

আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বিতর্কিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি ২০২৪ সম্পর্কিত একগুচ্ছ পিটিশনের গুরুত্বপূর্ণ শুনানি শুরু করেছে ৷

সেই শুনানিতে শীর্ষ আদালত বলেছে যে, এর সামাজিক প্রভাব রয়েছে। নিট-ইউজি আবেদনের আগে তালিকাভুক্ত মামলাগুলি স্থগিত করে আদালত বলেছে যে, “আমরা আজ মামলাটি খুলব। লক্ষ লক্ষ তরুণ ছাত্র এটির জন্য অপেক্ষা করছে, সেই মামলাগুলি শোনা যাক এবং সিদ্ধান্ত নেওয়া যাক ।”

আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে

২৩.৩৩ লাখেরও বেশি পরীক্ষার্থী গত ৫ মে বিদেশের ১৪টি-সহ মোট ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে গত ১০ জুলাই গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করেছিল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়।

মৈত্রেয়ী ভট্টাচার্য

NEET-UG Paper Leak Probe: নিট দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সহ দুজন ব্যক্তিকে আটক করল সিবিআই

দিল্লি: নিট প্রশ্ন ফাঁসের আভিযোগে তোলপাড় হয়েছে সমগ্র দেশ৷ এই নিয়ে তদন্তভার গ্রহণ করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)৷ এই তদন্ত মামলায় মঙ্গলবার সিবিআই একজন মূল অভিযুক্ত সহ দুজনকে আটক করেছেন৷ পুলিশের সূত্রে খবর, অভিযুক্তরা ঝাড়খন্ডের হাজারিবাগে ন্যাশানাল টেসটিং এজেন্সির ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি করেছিল৷

এর মধ্যে একজন অভিযুক্তকারী এনআইটি জামশেদপুর সিভিল ইঞ্জিনিয়ার ২০১৭ ব্যাচের ছাত্র ছিল৷ পঙ্কজকুমার ওরফে আদিত্য হাজিরাবাগে এনটিএর ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি করে বলে অভিযোগ৷ বোকারোর বাসিন্দা পঙ্কজকে পাটনা থেকে গ্রেফতার করে সিবিআই৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ক্লাসরুমে ভেঙে পড়ল একটা আস্ত সিলিং ফ্যান! আহত ১ শিশু

তার পাশাপাশি পুলিশ রাজু সিং বলে এক ব্যক্তিকেও আটক করে৷ অভিযোগ প্রশ্ন চুরি করতে তিনি পঙ্কজকে সাহায্য করেন৷ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দুর্নীতি মামলায় এখনও অবধি মোট ১৪ জনকে আটক করা হয়েছে৷

আরও পড়ুন: ‘‘নিয়োগের তালিকা কোথায়?’’ ২০১৪ সালের টেট নিয়োগ সংক্রান্ত মামলায় অমৃতা সিনহার প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, ১৫ দিনের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ

এই ঘটনায় সিবিআই ইতিমধ্যেই ৬টি এফআইআর নথিভূক্ত করেছে৷ এই প্রশ্নপত্র ফাঁসের মামলায় গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্রেরও কিছু ব্যক্তির যোগ পেয়েছে৷ ২৭ জুন এই মামলায় প্রথম আটক করে সিবিআই৷ অভিযুক্তদের নাম যথাক্রমে মণিশ প্রকাশ এবং আশুতোষ কুমার৷ দু’জনেই পাটনা থেকে গ্রেফতার করা হয়েছিল৷ আশুতোষের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফাঁস হওয়া প্রশ্নপত্র ছাত্রছাত্রীরা যেখানে পড়ে, সেই সব জায়গায় বিলি করেছেন৷ মণিশের বিরুদ্ধে ফাঁস হওয়া পত্রগুলো যোগাড় করার অভিযোগ রয়েছে৷

দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারাধীন নিট সংক্রান্ত মামলাকে ইতিমধ্যেই স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। ওই মামলাগুলি একত্রে শুনতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। সে বিষয়ে একটি নোটিসও জারি করা হয়েছে। সেই সঙ্গে নিট মামলায় কেন্দ্রীয় সরকার এবং এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) পৃথক ভাবে নোটিস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ৪ জুন দেশে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিটের ফল প্রকাশ পায়। সেখানে ৬৭ জন ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে অনেকেই একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। বিতর্কের মাঝে কর্তৃপক্ষ জানিয়েছিল, পরীক্ষার জন্য সময় কম পাওয়ায় কয়েক জনকে বাড়তি নম্বর দেওয়া হয়। পরে মামলা সুপ্রিম কোর্টে উঠলে কেন্দ্রের তরফে বাড়তি নম্বর বাতিল করে দেওয়ার কথাও জানানো হয়। তার পরেও বিতর্ক থামেনি।

NEET UG Counselling: ফের পরীক্ষা নয়, জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই নিট-ইউজির কাউন্সেলিং! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টে৷ তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বুধবার কেন্দ্রীয় সরকার দাবি করলে, নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বড়সড় কোনও অনিয়ম হয়েছে অথবা স্থানীয় ভাবে একসঙ্গে অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷

একই সঙ্গে শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার ফের জানিয়ে দিয়েছে, পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়ার পক্ষে নয় তারা৷ কেন্দ্রের যুক্তি, ভিত্তিহীন সন্দেহ এবং অভিযোগের কারণে পুনরায় পরীক্ষা নিলে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপরে চাপ সৃষ্টি করা হবে৷ প্রসঙ্গত, গত ৫ মে দেশজুড়ে নিট-ইউজি পরীক্ষা হয়েছিল৷

আরও পড়ুন: বড় খবর! একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ! কবে থেকে শুরু? জানুন

বরং কেন্দ্রীয় সরকার বুধবার শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে, তারা জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিট-ইউজি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাউন্সেলিং শুরু করে দিতে চায়৷ যদি প্রমাণিত হয় যে কোনও পরীক্ষার্থী অন্যায় ভাবে কোনও সুবিধা নিয়েছেন, সেক্ষেত্রে কাউন্সেলিং চলাকালীন অথবা তার পরেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বাতিল করা হবে৷

নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে দু ধরনের আবেদনই জমা পড়েছে৷ একদিকে যেমন বহু আবেদনকারী পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন, আবার পুনরায় পরীক্ষার বিরোধিতা করেও অনেকে আবেদন করেছেন৷

নিজেদের হলফনামায় অবশ্য কেন্দ্রীয় সরকার দাবি করেছে, নিট পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্লেষণ করে মাদ্রাজ আইআইটি-র বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বড়সড় কোনও অনিয়ম হয়েছে অথবা নির্দিষ্ট ভাবে কিছু সংখ্যক পরীক্ষার্থী সুবিধা পেয়ে অস্বাভাবিক নম্বর পেয়েছেন, তার প্রমাণ মেলেনি৷ তবে তথ্যে দেখা গিয়েছে, পরীক্ষার্থীদের নম্বর পাওয়ার হার অনেকটাই বেড়েছে৷ বিশেষ ৫৫০ থেকে ৭২০-র মধ্যে নম্বর পেয়েছেন, এমন পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ তবে কোনও নির্দিষ্ট শহর অথবা পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রেই এমন হয়নি, গোটা দেশেই এই প্রবণতা দেখা গিয়েছে৷

NEET UG Paper Leak Case: বিহারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ধৃত রাজ্যের ৪! যোগ নিট কাণ্ডেও?

জিয়াউল আলম, মধ্যমগ্রাম: ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় পাটনা পুলিশ শুক্রবার মোট ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃত ৪ অভিযুক্তের মধ্যে ৩ জন রাজ্যের বাসিন্দা বলে সূত্রের খবর।

আরও পড়ুন: দেশের আর কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই, বেশিরভাগ অংশেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু

প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার মধ্যমগ্রামের এক ছাপাখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। পটনা পুলিশ সূত্রে খবর, ধৃত ছাপাখানার মালিকের নাম কৌশিক কর। কৌশিকের মধ্যমগ্রামে যে ছাপাখানা রয়েছে তার নাম ব্লেসিং সিকিওর্ড প্রেস প্রাইভেট লিমিটেড। ১৪২ ওল্ড যশোর রোডে, মিত্র কমপ্লেক্সের গঙ্গা নগরের এই কারখানায়  নাকি বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রশ্নপত্র ছাপা হয় বলে জানা গিয়েছে। সেই জন্যই সংস্থার মালিক কৌশিক করকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। ধৃতদের মধ্যে কৌশিক কর ছাড়াও রয়েছেন সুমন বিশ্বাস, সঞ্জয় দাস।

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার তদন্তভার হাতে নেওয়ার পর গত রবিবার ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করে। ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায়  ধৃত ৩ জনের সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

NEET UG Paper Leak Case CBI: নিট-ইউজি প্রশ্নফাঁসের তদন্তে চাঞ্চল্যকর মোড়, এই প্রথম সিবিআইয়ের জালে ২ ‘গুণধর’

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। তদন্ত শুরু করার পর গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করল। এটাই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি।

পটনা থেকে আশুতোষ কুমার এবং মণীশ কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তার পর তাঁদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন। আর এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি নিয়ে আসার কাজ করতেন মণীশ। আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষের উপর।

আরও পড়ুন: ট্রেনে বাচ্চা চুরির গুজব, চিরকুট খুঁজতে হন্যে বাবা! সন্তানহারা মায়ের কথা শুনলে চোখে জল আসবে

সিবিআই সূত্রে খবর, পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেখানে প্রায় ২৪ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার আগের দিন তাঁদের নিটের প্রশ্নপত্র দেওয়া হয়। সেগুলির উত্তরও তৈরি করানো হয়। রবিবারই সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছিল কেন্দ্র। এর আগে, বিহারে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের খোঁজ পেয়েছিল বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।

আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন

এই ঘটনার সঙ্গে যুক্ত ১৮ জনকে গ্রেফতার করেছিল তারা। সলভার গ্যাং নামে প্রশ্ন ফাঁসের এক চক্রের আস্তানায় অভিযান চালিয়েছিল তারা। সেখানে নিট-ইউজি-র কিছু পোড়া প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল। বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা জানিয়েছিল, নিট-ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে রয়েছে কুখ্যাত সঞ্জীব কুমার ওরফে লুটান মুখিয়া। পটনার এক সেফ হাউস থেকে পাওয়া একটি আংশিকভাবে পোড়া প্রশ্নপত্রের সঙ্গে তারা এনটিএ-র রেফারেন্স প্রশ্নপত্রের মিল পেয়েছিল। তা থেকেই প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হয়েছিল তারা।

NEET-UG Row: নিট-ইউজি বিতর্কে বিহারের পাঁচটি মামলা হাতে নিল সিবিআই, মহারাষ্ট্রে গ্রেফতার ২

নয়াদিল্লি: গুজরাত, রাজস্থান এবং বিহারে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা NEET-UG-তে দুর্নীতির পাঁচটি মামলা সিবিআই হাতে নিল, এবং সোমবার মহারাষ্ট্রে দুই স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজনৈতিক ঝড়ের তীব্রতা যখন সংসদে বাড়ছে, তখনই এই খবরটি আসে।

পাঁচটি নতুন মামলা গুজরাত, রাজস্থান এবং বিহারে পুলিশ তদন্ত করছে। মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) লাতুর থেকে দুই জেলা পরিষদের স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে এবং চারজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে ।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এখন এই বিষয়ে মোট ছ’টি মামলার তদন্ত করছে। ২২ জুন, বিক্ষোভ এবং মামলা-মোকদ্দমার মধ্যে, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ডিরেক্টর-জেনারেল সুবোধ সিংকে অপসারণ করে এবং NEET-UG-তে অনিয়মের তদন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করে।

সিবিআই আধিকারিকদের মতে, সংস্থাটি গুজরাট এবং বিহার থেকে একটি করে মামলার পাশাপাশি রাজস্থান থেকে তিনটি মামলার নিজস্ব এফআইআর হিসাবে পুনরায় নথিভুক্ত করেছে। এটি লাতুর মামলাটিও গ্রহণ করার সম্ভাবনা রয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা যোগ করেছে যে বিহারের মামলাটি বাদ দিয়ে, অন্য চারটি স্থানীয় কর্মকর্তা, পরিদর্শক এবং প্রার্থীদের দ্বারা প্রতারণার ঘটনাগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে।

বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট (ইইউ) রবিবার (২৩ জুন) আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে, মোট গ্রেপ্তারের সংখ্যা ১৮-এ পৌঁছেছে।