Bengali Movie: মেয়েদের স্বাধীনতার লড়াই এবার সেলুলয়েডে, ধর্ষণ-হেনস্থার বিরুদ্ধে হুঙ্কার তুলতে আসছে ‘রিয়েল ডেভিল’

কলকাতা: আরজি কর হোক বা হাথরস, যুগের পর যুগ ধরে মহিলারা যৌন নির্যাতন, শারীরিক হেনস্থার শিকার। ক্ষমতার আস্ফালনে পিষে মরে মেয়েরা। ধর্ম-বর্ণ-জাত-পাত নির্বিশেষে নারীদের ভোগ্যবস্তুতে পরিণত করতে চায় সমাজ। আর সেই সময়েই নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের কথা বলবে নতুন বাংলা ছবি। ‘রিয়েল ডেভিল’।

রহস্যরোমাঞ্চ ঘরানায় তৈরি হয়েছে এই ছবি। গল্পে টানটান উত্তেজনা। এই ছবির পরিচালক ও গল্পকার রাহুল সেখ এবং প্রযোজক হাফিজুর রহমান খান। ‘রিয়েল ডেভিল’ নির্মিত হয়েছে আর এস ফিল্ম ওয়ার্কস-এর ব্যানারে। বহরমপুর, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে শ্যুটিং হয়েছে এই ছবির।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকা! দারুণ সব ঝকঝকে ফোন এল বাজারে, Moto G45, Vivo T3 Lite, Realme C63-এর মধ্যে কোনটি সেরা

একজন অসহায় বাবার তাঁর মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজে মেয়েদের নিরাপত্তা, নির্মম ধর্ষণের ঘটনা ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এই ছবির চিত্রনাট্য। ‘ডেভিল’ তথা সমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা টনি খানকে। অভিনেত্রী অনামিকা সাহাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেতা প্রদীপ ধরকে এই প্রথমবার মুখ্য খলনায়কের ভূমিকায় দেখবেন দর্শকেরা। দেবাশিস গঙ্গোপাধ্যায় থাকছেন কমেডি চরিত্রে।

দু’ঘণ্টা দশ মিনিটের এই ছবি খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পরিচালক রাহুল শেখের বিশ্বাস, এই ছবির মাধ্যমে সমাজের অনেক স্তরে তিনি পরিবর্তন আনতে পারবেন।