কাঠের নজরকাড়া অলংকার

New Business Idea: পুজোয় ট্রেন্ডিং কাঠের গহনা! বানিয়ে এখন স্বনির্ভরতা পথ দেখাচ্ছেন গৃহবধূ

নারীর রূপকে অনেক অংশে বাড়িয়ে তোলে অলঙ্কার। তাই নারীদের অলঙ্কারের প্রতি রয়েছে এক অন্য ধরনের ভালবাসা। অফিস হোক বা ঘুরতে যাওয়া পোশাকের সঙ্গে তাল রেখে বিভিন্ন ধরনের গহনা পরতে দেখা যায় সব বয়সের নারীকেই (লেখা ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
নারীর রূপকে অনেক অংশে বাড়িয়ে তোলে অলঙ্কার। তাই নারীদের অলঙ্কারের প্রতি রয়েছে এক অন্য ধরনের ভালবাসা। অফিস হোক বা ঘুরতে যাওয়া পোশাকের সঙ্গে তাল রেখে বিভিন্ন ধরনের গহনা পরতে দেখা যায় সব বয়সের নারীকেই (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায়)
তবে একসময় সোনা, রুপো, হিরে, মুক্তা সহ বিভিন্ন ধরনের দামি গহনার চাহিদা থাকলেও, বর্তমানে বহুমূল্যের এসব অলংকারের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে হাতে তৈরি হালকা ধরনের অলংকারের। সেক্ষেত্রে গত কয়েক বছরে মাটির তৈরি অলংকার কে পিছনে ফেলে এখন ট্রেন্ডিং কাঠের তৈরি নানা অলংকার
তবে একসময় সোনা, রুপো, হিরে, মুক্তা সহ বিভিন্ন ধরনের দামি গহনার চাহিদা থাকলেও, বর্তমানে বহুমূল্যের এসব অলংকারের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে হাতে তৈরি হালকা ধরনের অলংকারের। সেক্ষেত্রে গত কয়েক বছরে মাটির তৈরি অলংকার কে পিছনে ফেলে এখন ট্রেন্ডিং কাঠের তৈরি নানা অলংকার
আর এই অলংকারকেই এখন পেশা বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বহু মানুষ। পুজোয় তাই মানানসই পোশাকের সঙ্গে প্রিয়তমার গলায় পরিয়ে দিতে পারেন কাঠের তৈরি হালকা এই নজর কারা অলংকার
আর এই অলংকারকেই এখন পেশা বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বহু মানুষ। পুজোয় তাই মানানসই পোশাকের সঙ্গে প্রিয়তমার গলায় পরিয়ে দিতে পারেন কাঠের তৈরি হালকা এই নজর কারা অলংকার
ইতিমধ্যেই গুমার এক গৃহবধূ বাড়িতেই তৈরি করছেন কাস্টমাইজ কাঠের এধরনের গহনা। কাঠ, সুতো ও বিভিন্ন ধরনের পুঁথি, করি দিয়ে তৈরি করা হচ্ছে এই নানা কারুকার্যের গহনা। তার ওপর অ্যাক্রলিক রঙের প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা সূক্ষ্ম হাতের কাজ
ইতিমধ্যেই গুমার এক গৃহবধূ বাড়িতেই তৈরি করছেন কাস্টমাইজ কাঠের এধরনের গহনা। কাঠ, সুতো ও বিভিন্ন ধরনের পুঁথি, করি দিয়ে তৈরি করা হচ্ছে এই নানা কারুকার্যের গহনা। তার ওপর অ্যাক্রলিক রঙের প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা সূক্ষ্ম হাতের কাজ
মাত্র ৩০০ টাকা থেকেই মিলছে এই কাঠের জুয়েলারি। প্রচুর পরিমাণে এই অলংকার তৈরি বরাতে ভাল রকম লাভ থাকে বলেও জানাচ্ছেন অলংকার ব্যবসায়ীরা। এখন কাঠের এই অলংকার তৈরিতে শুধু স্থানীয় মহিলারাই নয়, জেলা ছাড়িয়ে আশপাশের বিভিন্ন জেলার বহু মানুষই ঝুঁকেছেন বলেই জানা গেল
মাত্র ৩০০ টাকা থেকেই মিলছে এই কাঠের জুয়েলারি। প্রচুর পরিমাণে এই অলংকার তৈরি বরাতে ভাল রকম লাভ থাকে বলেও জানাচ্ছেন অলংকার ব্যবসায়ীরা। এখন কাঠের এই অলংকার তৈরিতে শুধু স্থানীয় মহিলারাই নয়, জেলা ছাড়িয়ে আশপাশের বিভিন্ন জেলার বহু মানুষই ঝুঁকেছেন বলেই জানা গেল
পুতুল টেক্সটাইল এন্ড ক্রাফট এর মালকিন, অলংকার ব্যবসায়ী খুশি দত্ত জানান, বিভিন্ন বয়সের মহিলারা বাড়িতে অবসর সময়ে বসে এই অলংকার তৈরি করেই স্বনির্ভর হয়ে উঠছে। তাদের তৈরি এই কাঠের অলংকার ভিন রাজ্যের পাশাপাশি দেশ এমনকি বিদেশেও বিপুল পরিমাণে পাড়ি দিচ্ছে। ফলে ব্যবসায়িক লাভের পাশাপাশি বহু মানুষকে এখন এই কাঠের অলংকারই স্বনির্ভর করে তুলে মুখে ফুটিয়েছে হাসি
পুতুল টেক্সটাইল এন্ড ক্রাফট এর মালকিন, অলংকার ব্যবসায়ী খুশি দত্ত জানান, বিভিন্ন বয়সের মহিলারা বাড়িতে অবসর সময়ে বসে এই অলংকার তৈরি করেই স্বনির্ভর হয়ে উঠছে। তাদের তৈরি এই কাঠের অলংকার ভিন রাজ্যের পাশাপাশি দেশ এমনকি বিদেশেও বিপুল পরিমাণে পাড়ি দিচ্ছে। ফলে ব্যবসায়িক লাভের পাশাপাশি বহু মানুষকে এখন এই কাঠের অলংকারই স্বনির্ভর করে তুলে মুখে ফুটিয়েছে হাসি
শাড়ি সহ যে কোন পোশাকের সঙ্গে মানানসই পছন্দের এই অলংকার এখন রীতিমতো হিট। তাই এই নতুন কাঠের অলংকার তৈরির ব্যবসায়, সামান্য প্রশিক্ষণে আপনিও চাইলে হতে পারেন ভাল রকম লাভবান
শাড়ি সহ যে কোন পোশাকের সঙ্গে মানানসই পছন্দের এই অলংকার এখন রীতিমতো হিট। তাই এই নতুন কাঠের অলংকার তৈরির ব্যবসায়, সামান্য প্রশিক্ষণে আপনিও চাইলে হতে পারেন ভাল রকম লাভবান