T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা মহাতারকার! মন ভাঙল ফ্যানেদের, জানুন বিস্তারিত

এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই একাধিক অঘটন দেখা গিয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে একাধিক বড় দলকে। এই তালিকায় রয়েছে কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন টিম নিউজিল্যান্ডের নামও। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। পাপুয়া নিউ গিনির বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর এই ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি।

এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড দলের জন্য ছিল চরম হতাশার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের হারিয়ে জোরালো ধাক্কা দেয় আফগানিস্তান। এরপর আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারের মুখ দেখতে হয় কিউইদের। টানা দুই হারের পর উগান্ডা ম্যাচে নিউজিল্যান্ড জিতলেও সুপার এইটে পৌঁছানোর জন্য তা যথেষ্ট ছিল না। ‘সি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

উগান্ডার বিপক্ষে জয়ের পর অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঘোষণা করেছিলেন, এটা তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে এই টুর্নামেন্টের লিগ ম্যাচের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। ম্যাচ শেষে বোল্ট বলেন,”আমি যদি নিজের কথা বলি, তাহলে এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। এই মুহূর্তে এটাই বলতে চাই।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল অঙ্ক! কোন ৮ দল গেল টি-২০ বিশ্বকাপের সুপার এইটে? কী বলছে পয়েন্ট টেবিলের হিসেব

নিউজিল্যান্ডের স্পিড স্টার আরও বলেন,”অবশ্যই এই টুর্নামেন্টে আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম তা করতে পারিনি। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কথা হল আমাদের দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে যাচ্ছে না। শুধু এটুকুই বলা যায়, যখনই আপনি দেশের হয়ে খেলার সুযোগ পান, এটা সবসময়ই গর্বের মুহূর্ত।”