Tag Archives: Trent Boult

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের পর ১০ তারকার অবসর! তালিকায় দুই টিম ইন্ডিয়ার মহাতারকা! জানুন বিস্তারিত

জমে উঠেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। কিন্তু টি-২০ ক্রিকেটের উন্মাদনার মধ্যেও রয়েছে বিষাদের খবর। কারণ এটাই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ১০ তারকার। তারমধ্যে আবার দুই টিম ইন্ডিয়ার মহাতরকা। কয়েক জন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অবসরের কথা।
জমে উঠেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। কিন্তু টি-২০ ক্রিকেটের উন্মাদনার মধ্যেও রয়েছে বিষাদের খবর। কারণ এটাই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ১০ তারকার। তারমধ্যে আবার দুই টিম ইন্ডিয়ার মহাতরকা। কয়েক জন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অবসরের কথা।
ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার প্রায় ছয় মাস আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপ তার কেরিয়ারের শেষ টি-২০ টুর্নামেন্ট হতে চলেছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন অজি ওপোনার।
ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার প্রায় ছয় মাস আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপ তার কেরিয়ারের শেষ টি-২০ টুর্নামেন্ট হতে চলেছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন অজি ওপোনার।
ট্রেন্ট বোল্ট: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। দলের সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরই অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। বলেন, এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ট্রেন্ট বোল্ট: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। দলের সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরই অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। বলেন, এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আন্দ্রে রাসেল: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বয়স ৩৫। টি-২০ ফরম্যাট ছাড়া দেশের হয়ে অন্য কোনও ফরম্যাটে তিনি খেলেন না। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই বছর পর এবং ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ সালে। এমন পরিস্থিতিতে রাসেলও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে মনে করা হচ্ছে।
আন্দ্রে রাসেল: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বয়স ৩৫। টি-২০ ফরম্যাট ছাড়া দেশের হয়ে অন্য কোনও ফরম্যাটে তিনি খেলেন না। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই বছর পর এবং ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ সালে। এমন পরিস্থিতিতে রাসেলও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে মনে করা হচ্ছে।
ইমাদ ওয়াসিম: অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। ইমাদের কাছে পাকিস্তান ক্রিকেট দল ও তাদের সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু তিনি হতাশ করেন। এমন পরিস্থিতিতে ইমাদ ফের অবসর নিলে অবাক হওয়ার কিছু থাকার কথা নয়।
ইমাদ ওয়াসিম: অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। ইমাদের কাছে পাকিস্তান ক্রিকেট দল ও তাদের সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু তিনি হতাশ করেন। এমন পরিস্থিতিতে ইমাদ ফের অবসর নিলে অবাক হওয়ার কিছু থাকার কথা নয়।
মহম্মদ আমির: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন পাকিস্তানের স্পিড স্টার মহম্মদ আমির। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফের দলে ফেরেন তিনি। আশা করেছিলেন টি-২০ বিশ্বকাপ জিতবেন। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। মনে করা হচ্ছে ফের অবসর নিতে পারেন আমির।
মহম্মদ আমির: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন পাকিস্তানের স্পিড স্টার মহম্মদ আমির। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফের দলে ফেরেন তিনি। আশা করেছিলেন টি-২০ বিশ্বকাপ জিতবেন। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। মনে করা হচ্ছে ফের অবসর নিতে পারেন আমির।
রোহিত শর্মা: ভারতীয় দলকে এই টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দেশকে চ্যাম্পিয়ন করতে মরিয়া হিটম্যান। বর্তমানে তাঁর বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে। এমনিতেও টি-২০ ফরম্যাট খুব একটা খেলেন না তিনি। মনে করা হচ্ছে এই টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার মহাতারকা।
রোহিত শর্মা: ভারতীয় দলকে এই টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দেশকে চ্যাম্পিয়ন করতে মরিয়া হিটম্যান। বর্তমানে তাঁর বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে। এমনিতেও টি-২০ ফরম্যাট খুব একটা খেলেন না তিনি। মনে করা হচ্ছে এই টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার মহাতারকা।
বিরাট কোহলি: এই বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বিরাট কোহলিও। বর্তমানে কোহলির বয়স ৩৬ বছর। পরের বিশ্বকাপ আবার ২ বছর পর। ফলে আগামী টি-২০ বিশ্বকাপে কোহলির না খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্য সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিতে পারেন কোহলি।
বিরাট কোহলি: এই বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বিরাট কোহলিও। বর্তমানে কোহলির বয়স ৩৬ বছর। পরের বিশ্বকাপ আবার ২ বছর পর। ফলে আগামী টি-২০ বিশ্বকাপে কোহলির না খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্য সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিতে পারেন কোহলি।
মহম্মদ নবি: আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বে যে কয়জন ক্রিকেটার স্বীকৃতি এনে দিয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ নবি অন্যতম। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে আফগান ক্রিকেটকে এনে দিয়েছেন অনেক সাফল্য। বর্তমানে তাঁর বয়স ৩৯ পেরিয়েছে। ফলে এই টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন নবি।
মহম্মদ নবি: আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বে যে কয়জন ক্রিকেটার স্বীকৃতি এনে দিয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ নবি অন্যতম। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে আফগান ক্রিকেটকে এনে দিয়েছেন অনেক সাফল্য। বর্তমানে তাঁর বয়স ৩৯ পেরিয়েছে। ফলে এই টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন নবি।
ডেভিড উইজা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন নামিবিয়ার ডেভিড উইজা। কেরিয়ারে দুটি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এই তারকা ক্রিকেটার। ৩৯ বছর বয়সি ডেভিড উইজা তার কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। নামিবিয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি।
ডেভিড উইজা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন নামিবিয়ার ডেভিড উইজা। কেরিয়ারে দুটি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এই তারকা ক্রিকেটার। ৩৯ বছর বয়সি ডেভিড উইজা তার কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। নামিবিয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন উগান্ডার ফ্রাঙ্ক সুবাগাও। সুবাগার বয়স ৪৩ বছর। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলেন তিনি। গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি তার দল। ফলে অবসর ঘোষণা সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন উগান্ডার ফ্রাঙ্ক সুবাগাও। সুবাগার বয়স ৪৩ বছর। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলেন তিনি। গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি তার দল। ফলে অবসর ঘোষণা সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা মহাতারকার! মন ভাঙল ফ্যানেদের, জানুন বিস্তারিত

এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই একাধিক অঘটন দেখা গিয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে একাধিক বড় দলকে। এই তালিকায় রয়েছে কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন টিম নিউজিল্যান্ডের নামও। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। পাপুয়া নিউ গিনির বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর এই ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি।

এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড দলের জন্য ছিল চরম হতাশার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের হারিয়ে জোরালো ধাক্কা দেয় আফগানিস্তান। এরপর আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারের মুখ দেখতে হয় কিউইদের। টানা দুই হারের পর উগান্ডা ম্যাচে নিউজিল্যান্ড জিতলেও সুপার এইটে পৌঁছানোর জন্য তা যথেষ্ট ছিল না। ‘সি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

উগান্ডার বিপক্ষে জয়ের পর অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঘোষণা করেছিলেন, এটা তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে এই টুর্নামেন্টের লিগ ম্যাচের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। ম্যাচ শেষে বোল্ট বলেন,”আমি যদি নিজের কথা বলি, তাহলে এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। এই মুহূর্তে এটাই বলতে চাই।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল অঙ্ক! কোন ৮ দল গেল টি-২০ বিশ্বকাপের সুপার এইটে? কী বলছে পয়েন্ট টেবিলের হিসেব

নিউজিল্যান্ডের স্পিড স্টার আরও বলেন,”অবশ্যই এই টুর্নামেন্টে আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম তা করতে পারিনি। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কথা হল আমাদের দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে যাচ্ছে না। শুধু এটুকুই বলা যায়, যখনই আপনি দেশের হয়ে খেলার সুযোগ পান, এটা সবসময়ই গর্বের মুহূর্ত।”

IPL 2021: মুম্বই পেসার বোল্ট যেন তারক মেহতার জেঠালাল, বাউন্ডারি বাঁচাতে গিয়ে এ কী করলেন!

#চেন্নাই: শনিবার চেন্নাইয়ের MA চিদাম্বরম স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। মাত্র ১৫০ রানের লক্ষ্যমাত্রা দিয়েও ১৩৭ রানে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ শেষ করে দেয় রোহিত ব্রিগেড। ২৮ রানে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। তবে একটি চার রান বাঁচাতে গিয়ে বোল্ট মাঠের মধ্যে যে কাণ্ড করে বসলেন, তাতে হাসি আটকানো দায় হয়ে উঠেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক মিম শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে একটি চার বাঁচাতে গিয়েই এই হাসির কাণ্ড বাধিয়ে বসেন ট্রেন্ট বোল্ট। শুরুতে বোল্টের বোলিং পারফরম্যান্সও একটু নড়বড় দেখায়। কোথাও যেন তারই প্রভাব পড়েছিল ফিল্ডিংয়ে। সার্কেলের বাইরে ফিল্ডিং করছিলেন তিনি। ছয় নম্বর ওভারে ওয়ার্নারের একটি চার বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান। দেখে মনে হয়, যেন তাঁর শরীরের উপরে কোনও নিয়ন্ত্রণই ছিল না। শেষমেশ চার রানটিও বাঁচাতে পারেননি বোল্ট।

ইতিমধ্যেই বোল্টের এই ফিল্ডিং নিয়ে একের পর এক মিম পোস্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। মজার মজার নানা চরিত্রের সঙ্গে তুলনা টানা হয়েছে নিউজিল্যান্ডের এই পেস বোলারের। কারও প্রশ্ন- হাওয়ায় কি সাঁতার কাটছিলেন বোল্ট? কেউ বলেছেন, বল ধরতে নয়, ট্রেড মিলে ছুটতে শুরু করেছেন এই কিউই বোলার। অনেকে আবার ভারসাম্যহীন বোল্টকে তারক মেহতা কা উল্টা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah) সিরিয়ালের জনপ্রিয় চরিত্র জেঠালালের সঙ্গে তুলনা করেছেন।

উল্লেখ্য, প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) ও কুইন্টন ডিকক (Quinton de Kock) মুম্বইকে দারুণ শুরু দিয়েছিলেন। তবে রোহিতের উইকেটের পর রান রেটে ভাটা পড়ে। শেষের দিকে পোলার্ড (Kieron Pollard) ২২ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রানের সম্মানজনক স্কোরে নিয়ে যান।

অন্য দিকে, ১৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কিন্তু ১৯.৪ ওভারে মাত্র ১৩৭ রানে থামতে হয়। রাহুল চাহারের (Rahul Chahar) ১৯ রানে ৩ উইকেট, যশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ১৪ রানে ১ উইকেট ও ট্রেন্ট বোল্টের (Trent Boult) ২৮ রানে ৩ উইকেট শেষ করে দেয় হায়দ্রাবাদ ব্যাটিং লাইনআপকে। শুরুতে জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ও ডেভিড ওয়ার্নার (David Warner) ভালো শুরু করলেও প্রত্যাশা মতো শেষ হয়নি। বিশেষ করে বেয়ারস্টো হিট উইকেট হওয়ার পর বড় ধাক্কা লাগে হায়দ্রাবাদ শিবিরে। আর জয় তালুবন্দী করে ফেলে মুম্বই ইন্ডিয়ানস।

স্টাম্প ভেঙে দু’ টুকরো! নেটে আগুন ঝরালেন মুম্বইয়ের তারকা পেসার

#আবু ধাবি: আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই৷ আপাতত নেটেই নিজেদের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন আটটি দলের ক্রিকেটাররা৷ ১৯ সেপ্টেম্বর আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংগস৷ তবে এবারের আইপিএল-এ যে তিনি ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের তারকা পেসার ট্রেন্ট বোল্ট৷ বোল্টের আগুনে গতিতে ভেঙে দু’ টুকরো হয়ে গেল স্টাম্প! দলের তরফে সেই ছবি এবং ভিডিও ট্যুইট করা হয়েছে৷

গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলতেন ট্রেন্ট বোল্ট৷ গত বছরের নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই৷ দিল্লির হয়েও আইপিএল-এ যথেষ্ট সফল ছিলেন বোল্ট৷ নিয়মিত উইকেট তুলে নেওয়া তো বটেই, বাউন্ডারি লাইনে এক হাতে তাঁর দুরন্ত ক্যাচও ক্রিকেট ভক্তদের অনেক দিন মনে থাকবে৷

মু্ম্বইয়ের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, কোচ মাহেলা জয়বর্ধনের নজরদারিতে বোলিং অনুশীলন করছেন বোল্ট৷ যদিও কোনও ব্যাটসম্যানকে নয়, তিনটি উইকেট লক্ষ্য করেই বল করছিলেন বোল্ট৷ তখনই তাঁর একটি দুরন্ত গতির বল মিডল স্টাম্প ছিটকে দেয়৷ হাসতে হাসতে গিয়ে কোচ জয়বর্ধনে দেখেন সেটি ভেঙে দু’ টুকরো হয়ে গিয়েছে৷

এ বছর আইপিএল-এ খেলছেন না মুম্বইয়ের বড় ভরসা এবং আইপিএল-এর ইতিহাসে সবথেকে সফল বোলার লাসিথ মালিঙ্গা৷ কিন্তু এবারের আইপিএল থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মুম্বইয়ের হাতে রয়েছে জসপ্রীত বুমরার মতো অস্ত্র৷ তার সঙ্গে যোগ দিয়েছেন ট্রেন্ট বোল্ট৷ ফলে মালিঙ্গা না থাকলেও বুমরা- বোল্ট জুটি বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাসের কারণ হয়ে উঠতে পারেন৷ এ ছাড়াও মুম্বই দলে রয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘানের মতো পেসার৷