রবিবার নেটওয়ার্ক১৮ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশীর মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

Piyush Goyal News18 Exclusive: ইভিএম কারচুপি নিয়ে নিউজ18-এর কাছে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

নয়াদিল্লি: রবিবার নেটওয়ার্ক18 গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশীর মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেই সময় তার মুখে উঠে এল বিরোধীদের করা ইভিএমে কারচুপির অভিযোগ। তাঁর মতে, এই অভিযোগ আসলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হার ঢাকতে বিরোধীদের অজুহাত।

একান্ত সাক্ষাৎকারে উঠে আসে বিরোধীদের করা একাধিক অভিযোগ, যার মধ্যে রয়েছে বিজেপি ইডি, সিবিআই এবং ইভিএমে কারচুপি ছাড়া কোনও নির্বাচন জিততে পারে না। তাঁর মতে, ইন্ডিয়া জোট জানে তারা ভোটে হারবে, তাই এই সব অজুহাত দিচ্ছে। তিনি বলেন, হারের পর বিরোধীরা ইভিএমকে দায়ী করবে। এর পরে শরদ পাওয়ার বা উদ্ধব ঠাকরেকে দোষী করবে। তার পর গান্ধী এবং নেহেরু পরিবারকে আক্রমণ করেন পীযূষ গোয়েল।

মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রথম বার ভোটে লড়তে চলেছেন কেন্দ্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তাঁর মতে, যদি সত্যিই নির্বাচনে কোনও কারচুপি হয়ে থাকে তা হলে তেলঙ্গানা এবং কর্নাটকের সরকার থেকে বিরোধীদের পদত্যাগ করে বলা উচিত যে ইভিএমের ফল ভুল ছিল, এবং ব্যালটে ভোটের দাবি জানাক।

২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট ১০০ শতাংশ ইভিএম-ভিভিপ্যাটের হিসাব মেলানোর এবং ব্যালট পেপার ফিরিয়ে আনার আর্জি খারিজ করে দেয়। সেই প্রসঙ্গ নিয়েও বিরোধীদের আক্রমণ করতে ভোলেননি কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “১২ লাখ ইভিএম ভোটের জন্য ব্যবহার করা হয়, নেটের মাধ্যমে সেগুলি ইন্টারকানেক্টেড নয়। তাই যদি কোনও কারচুপি হয়, তা হলে সেটা ১২ লাখ ইভিএমেই করতে হবে। এটা যদি সত্যি হয় তা হলে তো যে কোনও বিরোধী দলই ভোটে জিতে সরকার গড়তে পারে।”

ইডি-সিবিআই নিয়ে বিরোধীদের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, “আইনের কিছু নিয়মকানন আছে। দুর্নীতি করলে বিপদে পড়তেই হবে।” পীযূষ গোয়েলকে জিজ্ঞেস করা হয়েছিল একটা সংবাদপত্র সমীক্ষা অনুযায়ী অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া ২৫ জনের মধ্যে ২৩ জন নেতার বিরুদ্ধে চলা মামলাগুলি হয় খারিজ হয়েছে বা ঠান্ডাঘরে চলে গিয়েছে। তিনি বলেন, “আইন আইনের মতো চলে। আমাদের সরকার আইনি বিষয়ে হস্তক্ষেপ করে না। কাউকে দলে নেওয়ার আগে আমরা দেখে নিই তাঁর বিরুদ্ধে কী ধরনের মামলা চলছে এবং তিনি আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না। অনেকেই আছে যারা আমাদের দলে যোগ দিতে চান, কিন্তু আমরা তাঁদের গ্রহণ করিনি কারণ তাঁর ব্যাকগ্রাউন্ড দলের সঙ্গে যায় না।