নীতা আম্বানি এবং মনু ভাকের।

Nita Ambani – Manu Bhaker: অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরকে সংবর্ধনা দিলেন নীতা আম্বানি

প্যারিস: মনু ভাকেরের সৌজন্যেই অলিম্পিক্সে দুটো পদক জিতেছে ভারত। অল্পের জন্য অলিম্পিক্সে হ্যাটট্রিক করার সুযোগ হাতছাড়া হয়েছে। তাতে কী? ক্রীড়াপ্রেমীরা যেন নতুন আইকন খুঁজে পেয়েছেন। মঙ্গলবার ইন্ডিয়া হাউজে অলিম্পিক্সের পদকজয়ীদের সংবর্ধনা দেন আইওসির সদস্য এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি।

এই অনুষ্ঠানে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরকে বিশেষ ভাবে প্রশংসিত করেন। গত বারের টোকিও অলিম্পিক্সে পিস্তলে সমস্যার জন্য ভাল কিছু করতে পারেননি মনু, এবার দুটো ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু।

আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

মনু ভাকের প্রসঙ্গে বলতে গিয়ে নীতা আম্বানি বলেন, “টোকিও গেমসের পরে, মনু বলেছিলেন যে তিনি আমাদের প্রাচীন গ্রন্থ ভগবত গীতার বাণী অনুসরণ করেছিলেন যা আমাদের শেখায় ‘আপনার সেরাটা করুন এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন।’ এবং দেখুন তিনি কী করে দেখালেন। তিন বছর পরে, তিনি কেবল তার নিজের নয়, দেশের ভাগ্যও বদলে দিলেন”।

আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

প্রসঙ্গত, প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজির গড়েছেন মনু। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মিক্সড টিম এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু।