সেচের জলের সমস্যা চাষের কাজে 

Purba Bardhaman News: জল নেই ! চরম সমস্যার সম্মুখীন সবজি চাষিরা 

পূর্ব বর্ধমান, পূর্বস্থলী: পূর্ব বর্ধমান জেলা যা রাজ্যের শস্য ভান্ডার নামে পরিচিত। পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ জায়গা জুড়ে ধান চাষ হয়। জেলার প্রত্যেকটা ব্লকের চাষিরাই কমবেশি ধান চাষের সঙ্গে যুক্ত। তবে এই পূর্ব বর্ধমান জেলাতে ধান চাষ বেশি হলেও এখন অনেকে সবজি চাষের উপরেও বেশি ঝুঁকছেন। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি ব্লক হল পূর্বস্থলী। এই পূর্বস্থলী ব্লকের বিভিন্ন জায়গায় বেশ কয়েক বছর ধরে চাষিরা সবজি চাষ করছেন।ধান চাষ তো হয়ই কিন্তু তার পাশাপাশি পূর্বস্থলী ব্লকের চাষিরা সবজি চাষের দিকেও নজর বাড়িয়েছেন। তবে এবার সবজি চাষ করতে গিয়েও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের চাষিদের।

পূর্বস্থলী দু’নম্বর ব্লকের হিসি এলাকার চাষিদের সবজি চাষ করতে অনেক সমস্যা হচ্ছে। চাষিদের কথায় বর্তমানে এই এলাকায় পটল ,ঢেড়স, ঝিঙে, বরবটি সহ ফুলকপি , বাঁধাকপি সহ আরও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। কিন্তু সবজি চাষ করতে গিয়েও এবার নাজেহাল হয়ে উঠছেন এই এলাকার চাষিরা। তবে কি কারণ রয়েছে যার জেরে নাজেহাল হয়ে উঠছেন চাষিরা। কি কারণেসবজি চাষ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে চাষিরা ঠিক কি জানাচ্ছেন। এই প্রসঙ্গে বলরাম দাস নামের এক সবজি চাষিবলেন, “চাষ করতে চরম সমস্যা হচ্ছে তীব্র জল সংকট রয়েছে, জল না থাকার কারণে সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। শ্যালো মেশিন থেকেও জল উঠছে না। এক একটা কোনও কোনও মেশিন থেকে গভীর রাতে জল তোলা সম্ভব হচ্ছে। চাষের খরচও এখন অনেক বেড়েছে।”

আরও পড়ুন : কৃষকরা দেখছেন লাভের মুখ! কোন সবজি চাষে লক্ষ্মীলাভ, জেনে নিন

রাত জেগে সবজিতে জল দিতে হচ্ছে এলাকার চাষিদের। তাদেরকথায় এক ঘন্টা জল দিলে যেটা হয়ে যেত বর্তমানে তিন ঘন্টা জল দিয়েও সেই সমস্যা মিটছে না। পাশাপাশি বাড়ছে চাষের খরচও, একই সঙ্গে তীব্র রোদের কারণে সবজি নষ্ট হয়ে গিয়েও বিপাকে পড়ছেন চাষিরা। এই প্রসঙ্গে আর এক সবজি চাষিবলেন, “গভীর রাতে আমাদের এখন জল দিতে হচ্ছে আমাদের চরম সমস্যা হচ্ছে এই সমস্যার কোনও মাপকাঠি নেই।”

আরও পড়ুন : গরমে হাঁসফাঁস অবস্থা পশুপাখিদেরও! চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা

বৃষ্টি নেই দীর্ঘদিন, আর সেই কারণেই মাটির তলায় জলস্তর নেমেছে অনেকটা। যার ফলে দিনের বেলায় কোনও রকমই শ্যালো মেশিন দিয়ে জল তুলতে পারছেন না পূর্বস্থলী দু’নম্বর ব্লকের হিসি এলাকার সবজি চাষিরা। সব মিলিয়ে বর্তমানে ব্যাপক সমস্যায় রয়েছেন পূর্ব বর্ধমানের এই এলাকার সবজি চাষিরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চাষিরা মনে করছেন যদি বৃষ্টি হয়, তবেই এই সমস্যার সমাধান হবে। তা না হলে বৃষ্টির অভাবে হয়তসব সবজি জমিতেই নষ্ট হয়ে যাবে।

বনোয়ারীলাল চৌধুরী