বিশ্বকাপের ফাইনালে ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গেয়ে আসর মাতালেন নোরা ফাতেহি

#দোহা: ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারপর একমাসের ফুটবল যুদ্ধ। অভিনেতা-নৃত্যশিল্পী নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে মঞ্চে আগুন লাগিয়ে দিলেন। রবিবার নোরা বলকিস, রাহমা রিয়াদ এবং মানালের সঙ্গে লাইট দ্য স্কাই গান পরিবেশন করতে পারেন। অভিনেত্রী দোহার মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে হিন্দিতে গান গাইলেন।

পারফরম্যান্সের জন্য, তিনি একটি উজ্জ্বল কালো পোশাক বেছে নিয়েছিলেন। ফ্রিলস রয়েছে নীচে, সঙ্গে ছিল কালো স্টকিংস এবং হিল। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঢুঁ মারলেও দেখা যাবে সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by ?big fan page?/?? (@nooraafan)

সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। নোরার ভক্তরা তাঁর চমকপ্রদ পারফরম্যান্স পছন্দ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “#NoraFatehi লাইভ পারফর্ম করে #ক্লোজিং সেরেমোনিতে চোখ জুড়িয়ে দিয়েছিল।”

আরও পড়ুন : মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

অন্য একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “নোরা এবং দীপিকা সমাপনী অনুষ্ঠানের হৃদয় ছিলেন, স্বীকার করুন বা না করুন।”