Tag Archives: World Cup Final

IND vs AUS ICC World Cup 2023: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা

নয়াদিল্লি: রবিবার সারা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে সারা ভারতবর্ষে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় ক্রিকেট দলকে কাপ জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। ১৪০ কোটি দেশবাসী আপনাদের জন্য গলা ফাটাচ্ছেন। খেলোয়াড় সুলভ মন বজায় রেখে উজ্জ্বলতম খেলা খেলুন।’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপের মহারণে ঐতিহাসিক জয় পাক টিম ইন্ডিয়া। গোটা দেশ আশায় বসে রয়েছে। আমাদের গর্বিত করুন, দারুণ উজ্জ্বল হোক সব’।

আরও পড়ুন: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন

২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

২০১১-র পর ২০২৩। ১০ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একদিকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। অপরদিকে, ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতে হয়েছিল ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। টানা ১০টি ম্যাচ জয়, ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল, ব্যাটিং-বোলিং বিভাগের দুরন্ত ফর্ম, সবকিছু মিলিয়ে ফেভারিট টিম ইন্ডিয়া।

IND vs AUS ICC World Cup 2023 Final: বিরাটের জার্সি গায়ে খেলা দেখবেন মদন মিত্র! ফাইনালে স্পেশাল প্ল্যান নেতা মন্ত্রীদের

কলকাতা: সকাল সকাল নাওয়া খাওয়া সেরে আপামর বাঙালি এখন শুধুই টেলিভিশনের দিকে তাকিয়ে৷ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ দেখতে কসুর করছেন না নেতামন্ত্রীরাও৷ কোথাও লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, কেউ বা গায়ে পরছেন বিরাটের জার্সি৷ সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রবিবেলার এই স্পেশাল দুপুর৷

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final LIVE Score Updates

জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনাল দেখাকে কেন্দ্র করে নিজের নিজের এলাকায় জনসংযোগ ছাড়ার সুযোগও ছাড়ছেন না তৃণমূল নেতারা৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজকে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে চলেছেন চেতলা অগ্রণী মাঠে৷ সেই জন্য মাঠে ইতিমধ্যেই লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন৷ খেলা দেখতে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন চেতলা ক্লাবের সদস্য সহ এলাকার স্থানীয় বাসিন্দারা৷

অন্যদিকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বন্ধুদের সাথে ক্লাবে বসে ম্যাচ দেখবেন। বিধায়ক তাপস রায় খেলা দেখবেন মাঠের মধ্যে বসে।

আরও পড়ুন: খুচরো বাজারে ছেয়ে যাচ্ছে ‘এক পাত্তি- দো পাত্তি’! আলু, পটলের সঙ্গে জাল নোট নিয়ে ফিরছেন না তো?

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ৷ দুপুর ২টো থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া মহারণ৷ সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রী, রাজনীতিবিদ থেকে অভিনেতা সকলেরই রন্ধ্রে রন্ধ্রে ফাইনাল ম্যাচের উদ্দীপনা৷ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে যজ্ঞ-প্রার্থনা৷

ফুটবল বিশ্বকাপ দেখতে ছুটে গিয়েছিলেন। ক্রিকেট বিশ্বকাপ নিয়েও তাঁর উৎসাহের অন্ত নেই৷ গত শনিবারই ফাইনাল ম্যাচের আগে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷

সূত্রের খবর, এদিন ভবানীপুরে জায়ান্ট স্ক্রিনে জমাটি আসর বসিয়ে খেলা দেখতে চলেছেন মদন মিত্র। জানা গিয়েছে, বিরাট জার্সি গায়ে খেলা দেখবেন মদন৷

আরও পড়ুন: ফাইনাল দেখার বড্ড ইচ্ছে! ‘পহেলা বাইশ’ সেল থেকে এল জোরাল আবেদন…তারপর

বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, খেলার আড়ালে এই সময়ও নিজের নিজের এলাকায় জনসংযোগ সারার সুযোগ ছাড়ছেন না তৃণমূল নেতারা।

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের জন্য খারাপ খবর! চোটের কারণে দীর্ঘ দিন পাওয়া যাবে না তারকা ক্রিকেটারকে

রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু ১৪০ কোটির দেশ। ১২ বছর পর ফের একবার ভারতের বিশ্বজয় দেখার অপেক্ষায় সকলেই। দেশ জুড়ে উৎসবের পরিবেশ।
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু ১৪০ কোটির দেশ। ১২ বছর পর ফের একবার ভারতের বিশ্বজয় দেখার অপেক্ষায় সকলেই। দেশ জুড়ে উৎসবের পরিবেশ।
কিন্তু বিশ্বকাপের ফাইনালের আগেই খারাপ খবরটা এল ভারতীয় দলের জন্য। চোটের কারণে দীর্ঘ দিন পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সার্ভিস। যা বিশ্বকাপের ফাইনালের আবহে একটু হলেও চিন্তা বাড়াল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
কিন্তু বিশ্বকাপের ফাইনালের আগেই খারাপ খবরটা এল ভারতীয় দলের জন্য। চোটের কারণে দীর্ঘ দিন পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সার্ভিস। যা বিশ্বকাপের ফাইনালের আবহে একটু হলেও চিন্তা বাড়াল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এনসিএ-তে তাঁকে তড়িঘড়ি সুস্থ করে সেমিফাইনালের আগে দলে ফেরানোর চেষ্টা করা হলেও শেষমেশ তা হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এনসিএ-তে তাঁকে তড়িঘড়ি সুস্থ করে সেমিফাইনালের আগে দলে ফেরানোর চেষ্টা করা হলেও শেষমেশ তা হয়নি।
প্রথমে হার্দিকের চোট হাল্কা মনে করা হলেও পরে জানা যায় চোট গুরুতর। গ্রেড ওয়ান লিগামেন্ট ছিঁড়েছে তারকা ক্রিকেটারের। মাঝে হার্দিককে এনএসিএ-তে বোলিং অনুশীলন করানো হয়। তখনও ব্যথা অনুভব করেন তিনি। ৩ বলের বেশি বোলিং করেননি।
প্রথমে হার্দিকের চোট হাল্কা মনে করা হলেও পরে জানা যায় চোট গুরুতর। গ্রেড ওয়ান লিগামেন্ট ছিঁড়েছে তারকা ক্রিকেটারের। মাঝে হার্দিককে এনএসিএ-তে বোলিং অনুশীলন করানো হয়। তখনও ব্যথা অনুভব করেন তিনি। ৩ বলের বেশি বোলিং করেননি।
ফলে চিকিৎসকদের এখন ধারণা হার্দিকের চোট সারতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। যার ফলে কবে হার্দিক পান্ডিয়া দলে ফিরবেন তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।
ফলে চিকিৎসকদের এখন ধারণা হার্দিকের চোট সারতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। যার ফলে কবে হার্দিক পান্ডিয়া দলে ফিরবেন তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।
এখনও পর্যন্ত যা খবর তাতে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার্দিক খেলতে পারবেন না তা নিশ্চিৎ। আর আগামি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজেও হার্দিকের খেলার সম্ভাবনা নেই। এমনকী হার্দিকের অস্ত্রোপচার করাতে হবে কিনা তা নিয়েও চিকিৎসকরা আলোচনা চালাচ্ছেন। তারকা ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই।
এখনও পর্যন্ত যা খবর তাতে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার্দিক খেলতে পারবেন না তা নিশ্চিৎ। আর আগামি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজেও হার্দিকের খেলার সম্ভাবনা নেই। এমনকী হার্দিকের অস্ত্রোপচার করাতে হবে কিনা তা নিয়েও চিকিৎসকরা আলোচনা চালাচ্ছেন। তারকা ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই।

World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি… না হলে টিকিট থাকলেও মিলবে না প্রবেশের অনুমতি

আগামিকাল অর্থাৎ ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে বিশ্বকাপ ফাইনাল। বাইশ গজের এই মহারণে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ফলে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমাবেন। তাই সেখানে কড়াকড়িও জোরদার। মাঠে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ। এর ফলে অতিরিক্ত লাগেজ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। জেনে নেওয়া যাক, মাঠে কী কী জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

কী কী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না?

সূত্রের খবর, স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং পুলিশ বহু জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে সেইসব নিষিদ্ধ জিনিস নিয়ে মাঠে ঢুকতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে অন্যতম হল বিপজ্জনক সামগ্রী। আর বিপজ্জনক সামগ্রীর তালিকায় থাকছে অস্ত্রশস্ত্র, পতাকার দণ্ড, হর্ন, বাঁশি, গানবাজনার সরঞ্জাম, ধাতব ক্যান, গ্লাস অথবা প্লাস্টিকের বোতল, প্রচারমূলক অথবা বাণিজ্যিক দ্রব্য, আপত্তিকর অথবা রাজনৈতিক প্রতীক, ড্রোন, চার্জিং ডিভাইস, পাওয়ার ব্যাঙ্ক, ব্যাগ (মহিলাদের ছোট্ট পার্স ইত্যাদি)। উল্লিখিত এইসব সামগ্রী স্টেডিয়ামে নিয়ে যাওয়া যাবে না।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি পশু-পাখি, নগদ, পারফিউম অথবা কসমেটিক্স (১০০ মিলিলিটারের বেশি হওয়া চলবে না), ভিডিও অথবা ফটোগ্রাফিক অথবা অডিও ইক্যুইপমেন্ট (মোবাইল ফোন ছাড়া), বাইনোকুলারস, খাবার, হেলমেট, ছাতা, ইলেকট্রিক্যাল দ্রব্য (হেডফোন ছাড়া), সেলফি, লাঠি, কয়েন, সিগারেট, তামাক, গুটখা ইত্যাদির মতো নেশার দ্রব্য, লাইটার, দেশলাই ইত্যাদির মতো দাহ্য পদার্থও স্টেডিয়ামের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।

স্টেডিয়ামের ভিতরে কী কী জিনিস পাওয়া যাচ্ছে?

বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা থাকছে স্টেডিয়ামের ভিতরেই। ফলে যাঁরা ম্যাচ দেখতে আসছেন, তাঁরা বিনামূল্যেই পেয়ে যাবেন পানীয় জল। এর পাশাপাশি টিকিট হোল্ডাররা বিনামূল্যে একটি পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবেন।

বিশ্বকাপের ফাইনালে ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গেয়ে আসর মাতালেন নোরা ফাতেহি

#দোহা: ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারপর একমাসের ফুটবল যুদ্ধ। অভিনেতা-নৃত্যশিল্পী নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে মঞ্চে আগুন লাগিয়ে দিলেন। রবিবার নোরা বলকিস, রাহমা রিয়াদ এবং মানালের সঙ্গে লাইট দ্য স্কাই গান পরিবেশন করতে পারেন। অভিনেত্রী দোহার মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে হিন্দিতে গান গাইলেন।

পারফরম্যান্সের জন্য, তিনি একটি উজ্জ্বল কালো পোশাক বেছে নিয়েছিলেন। ফ্রিলস রয়েছে নীচে, সঙ্গে ছিল কালো স্টকিংস এবং হিল। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঢুঁ মারলেও দেখা যাবে সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by ?big fan page?/?? (@nooraafan)

সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। নোরার ভক্তরা তাঁর চমকপ্রদ পারফরম্যান্স পছন্দ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “#NoraFatehi লাইভ পারফর্ম করে #ক্লোজিং সেরেমোনিতে চোখ জুড়িয়ে দিয়েছিল।”

আরও পড়ুন : মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

অন্য একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “নোরা এবং দীপিকা সমাপনী অনুষ্ঠানের হৃদয় ছিলেন, স্বীকার করুন বা না করুন।”