Tag Archives: Fifa Worldcup 2022

বিশ্বকাপের ফাইনালে ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গেয়ে আসর মাতালেন নোরা ফাতেহি

#দোহা: ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারপর একমাসের ফুটবল যুদ্ধ। অভিনেতা-নৃত্যশিল্পী নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে মঞ্চে আগুন লাগিয়ে দিলেন। রবিবার নোরা বলকিস, রাহমা রিয়াদ এবং মানালের সঙ্গে লাইট দ্য স্কাই গান পরিবেশন করতে পারেন। অভিনেত্রী দোহার মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে হিন্দিতে গান গাইলেন।

পারফরম্যান্সের জন্য, তিনি একটি উজ্জ্বল কালো পোশাক বেছে নিয়েছিলেন। ফ্রিলস রয়েছে নীচে, সঙ্গে ছিল কালো স্টকিংস এবং হিল। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঢুঁ মারলেও দেখা যাবে সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by ?big fan page?/?? (@nooraafan)

সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। নোরার ভক্তরা তাঁর চমকপ্রদ পারফরম্যান্স পছন্দ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “#NoraFatehi লাইভ পারফর্ম করে #ক্লোজিং সেরেমোনিতে চোখ জুড়িয়ে দিয়েছিল।”

আরও পড়ুন : মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

অন্য একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “নোরা এবং দীপিকা সমাপনী অনুষ্ঠানের হৃদয় ছিলেন, স্বীকার করুন বা না করুন।”

মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

#মুম্বই: রবিবার আর্জেন্টিনার দিন, মেসির দিন। লিওনেল মেসির কোটি কোটি ফ্যান রবিবার থেকে আনন্দের জোয়ারে ভাসছেন। এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷ মেসি জ্বরে কাবু সারা দুনিয়া।

হাজার হাজার নীল-সাদা শার্ট পরা ভক্ত মেসির জন্য গ্যালারি থেকে চেচাঁচ্ছে। মেসি স্টেজে উঠে বললেন, “আমরা বিশ্বের চ্যাম্পিয়ন!” সেই সঙ্গে সঙ্গে ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিছু দেশি ভক্ত বলিউডের একটা ভিডিও মিম হিসেবে শেয়ার করেই চলেছেন।

মেসি এবং আর্জেন্টিনার দল বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার কিছুক্ষণ পরেই, আর্জেন্টিনার রঙে অক্ষয়ের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ‘হাউসফুল 3’-এর স্টিলগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভরে যায়। মিম নির্মাতারা বলেছে, “মেসির বায়োপিকে মেসির চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার।”

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

আরও পড়ুন : ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী

 

অপর একজন ব্যঙ্গ করে বলেছেন, “অক্ষয় ইতিমধ্যেই তাঁর পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত।” অন্য একজন ভক্ত বায়োপিকের জন্য একটি শিরোনামেরও পরামর্শ দিয়েছিলেন, “লিওনেল মেসি: দ্য লিজেন্ড অফ আর্জেন্টিনার বায়োপিক ইনকামিং! @অক্ষয়কুমার অভিনীত।”

Semifinal: লাল-সাদার বিরুদ্ধে নীল-সাদার মাসিহা মেসি, ডিফেন্স নিয়ে চিন্তায় স্কালোনি, কী হবে ক্রোট বধের ছক

#লুসেল: স্বপ্নভঙ্গের বিশ্বকাপে কাঁদতে কাঁদতে একে একে মাঠ ছেড়েছেন সুপারস্টার নেইমার, রোনাল্ডো। কোয়ার্টার থেকে শেষ চারে ওঠার স্বপ্নপূরণ করতে পারেনি ফেভারিট ব্রাজিল থেকে পর্তুগাল। তবে মেসি পেরেছেন। শেষ আটের লড়াইয়ে গোল করিয়েছেন। গোল করেছেন। নিজের এবং কোটি কোটি ভক্তের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। এবার সেই স্বপ্ন ছোঁয়ার জন্য শুধু ২টো হার্ডলেস টপকানো বাকি।

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সেকেন্ড লাস্ট হার্ডলস টপকাতে নামতে চলেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে প্রতিপক্ষ লাল-সাদা ক্রোয়েশিয়া। ইতিহাস বলছে বিশ্বকাপ সেমিফাইনালে উঠলে কোনও দিন হারেনি নীল-সাদা বাহিনী। তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর আগে একাধিক বাধা রয়েছে স্কালোনির সামনে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মারামারির ম্যাচে হলুদ কার্ড দেখে সেমির লড়াইতে নেই জোড়া ডিফেন্ডার মার্কাস আকুনা ও গঞ্জালো মন্তিয়েল। এই দুই ডিফেন্ডারের বিকল্প খুঁজতে নাজেহাল অবস্থা স্কালোনির।

 

 

ডাচদের বিরুদ্ধে নিজের ছক ভেঙে ৫ ডিফেন্ডারে দল সাজিয়েছিলেন স্কালোনি। আকুনা রক্ষণ সামলানোর পাশাপাশি ডান প্রান্ত দিয়ে আক্রমণ তৈরির দায়িত্বে ছিলেন। মন্তিয়েলের কাজটাও একই ছিল। তবে ক্রোটদের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে নামতে পারেন স্কালোনি। আকুনা না থাকায় দলে আসবেন তাগলিয়াফিকো। শুরু থেকে নামতে পারেন দি মারিয়া। স্কালোনির চিন্তা আরও একটা রয়েছে। নক আউটের শেষ দুই ম্যাচে গোল হজম করেছে লা অ্যালবিসিলেস্তেরা। শেষ- মুহুর্তে গোল হজমের রোগ সারাতে অনুশীলনে বাড়তি ঘাম ঝড়াচ্ছেন স্কালোনি। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের ভিডিও দেখে প্রস্তুতি সারা হয়েছে। শিবিরের খবর যাতে না বেরিয়ে যায় তাই ক্লোজড ডোর অনুশীলন করেছে আর্জেন্টিনা শিবির।

 

আরও পড়ুন –  এলএম 10 vs এলএম 10! লিও মেসি বনাম লুকা মদ্রিচ সেমিফাইনালে কে হবেন রিয়েল এলএম 10

কোয়ার্টারে নেদারল্যান্ডসের লং বল ফুটবল নিয়ে মেসিরা সমালোচনা করেছিলেন। তবে ক্রোয়েশিয়া-ও সেই লং বল ফুটবল খেলতে অভ্যস্থ। ক্রোটরা স্ট্রাইকারদের উচ্চতা কাজে লাগিয়ে গোলের চেষ্টা করবে। তাই স্কালোনির চিন্তা থাকছে। কারণ, আর্জেন্টিনার ডিফেন্ডারদের উচ্চতা কম। তবে সব থেকে বড় চিন্তার নাম বিপক্ষের এলএমটেন। লুকা মদ্রিচ ক্রোটদের ফুসফুস। তাঁর গোলমুখী পাস গুলি আটকাতে আলাদা প্ল্যান কষছেন আর্জেন্টাইন হেডস্যার।

 

আরও পড়ুন –  মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও

 

তবে সব সমস্যার পরেও স্বস্তি একটাই। ত্রাতা-ভরসা মেসির দুরন্ত ফর্ম। চলতি বিশ্বকাপে সেরা ফর্মে রয়েছেন নীল-সাদাদের মাসিহা। মার্কারদের কাঁধে নিয়েও বিপক্ষ ডিফেন্সে একচুল জায়গা দেখতে পেলেই নিঁখুত পাস করছেন। যা থেকে গোল না করাটাই অপরাধ। স্কালোনি জানেন, মেসিকে আটকানোর জন্য দালিচ পরিকল্পনা রাখবেন। তবে ৯০ মিনিট মেসিকে বোতলবন্দী করাটা কার্যত অসম্ভব। মেসি মার্কিং ভাঙতে জানেন।

মেসি ছাড়াও আর্জেন্টিনাকে স্বস্তি দিচ্ছে ডি পল আর মার্টিনেজ। ডাচদের বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন মেসির বডিগার্ড পল। ডাচদের বিরুদ্ধে জোড়া টাইব্রেকার বাঁচিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন মার্টিনেজও। ৩৬ বছর আগে ১৯৮৬ সালে শেষবার প্রয়াত মারাদোনার হাত ধরে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। তারপর কেটে গেছে ৩৬টা বছর। সোনালি ট্রফিটা আর ঘরে আসেনি নীল-সাদা ব্রিগেডের। মাঝে ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও ট্রফি ও ঠোঁটের মধ্যে দুরত্বটা থেকেই গিয়েছে। এবার ২০২২-এ সেই সোনালি স্বপ্নপূরণের অপেক্ষায় আর্জেন্টিনা দেশ সহ বিশ্ব জুড়ে নীল-সাদা ভক্তরা। মেসির হাত ধরেই ফের একবার আর্জেন্টিনা বিশ্বজয় করবে। আশায় বুক বাঁধছে গোটা আর্জেন্টিনা আর বিশ্বের লক্ষ লক্ষ মেসি ভক্তরা।

ERON ROY BURMAN

`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি’ ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া

#দোহা: ৪৮ ঘণ্টা আগে নেইমার, তিতে, এন্টনি, রাফিনহারা চোখের জল ফেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, কে ভাবতে পেরেছিল? ভক্ত থেকে ফুটবল পন্ডিত, সবাই ফেভারিট ধরেছিলেন ব্রাজিলকে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব গোলমাল করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া।

দালিচের ছেলেরা বুঝিয়ে দিয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে আগাম ভবিষ্যৎ বাণী চলে না। নিজেদের শক্তি এবং পরিকল্পনা অনুযায়ী তারা যে কোনও দলকে কাঁদিয়ে ছাড়তে পারে। কিন্তু সেমিফাইনালে এবার সামনে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ম্যানেজার দালিচ বলে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে যে ফর্মুলায় জয় এসেছিল, সেটা কাজে লাগবে না আর্জেন্টিনার বিপক্ষে।

আরও পড়ুন – `রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো’! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট

দুটো দলের খেলার মধ্যে পার্থক্য অনেক। সম্পূর্ণ ব্যাখ্যা না করলেও দালিচ মনে করেন শারীরিক ফুটবল খেলার ব্যাপারে ব্রাজিলের থেকে এগিয়ে আর্জেন্টিনা। দলটার মারকুটে ফুটবলার বেশি। স্কিল এবং শক্তির ককটেল আছে মেসিদের দলে। তাই শুধু বড় শরীর দিয়ে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। জোনাল মার্কিং দিয়ে খেলতে হবে তাদের।

অতীতের তুলনায় এই আর্জেন্টিনা দলে মেসিকে রিটার্ন বল দেওয়ার খেলোয়াড় বেশি। ডে পল এবং লিওনার্দো পারেদেস মাঠের মাঝখানে গা জোয়ারি ফুটবল খেলে। ডিফেন্সে নিকোলাস ওটামেনডি চোরাগুপ্তা ফাউল করার ওস্তাদ। ব্রাজিল আক্রমনাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী। পালটা মার তাদের ধাতে নেই।

দলিচ মনে করেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা নিজেদের মধ্যে মাঠে যত বেশি দূরত্ব কম রাখতে পারবে তত চাপে ফেলতে পারবে আর্জেন্টিনাকে। মেসি এখনও তাদের প্রধান ফুটবলার তাদের প্রধান ফুটবলার। কিন্তু পাশাপাশি আলভারেজ, লোতারও মার্টিনেজ প্রচন্ড বুদ্ধিদীপ্ত ফুটবল খেলছে।

লুকা মদ্রিচ, পেরিসিচ, কোভাসিচ ক্রোয়েশিয়ার বাকি ছেলেদের নিয়ে তিনি আর্জেন্টিনার ভিডিও এনালাইসিস করবেন জানিয়েছেন ডালিচ। তারপর মাঠে সেটা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ থাকবে গতবারের রানার্স আপ দলের। চার বছর আগে কাতার বিশ্বকাপে এই আর্জেন্টিনার বিরুদ্ধে তিন গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। সেই আর্জেন্টিনার থেকে এই দলটা অনেক বেশি তৈরি জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার হেড স্যার।

‘এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে’! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

#দোহা: মরক্কো দলটি নিয়ে বিশ্বকাপের আগে যতবার আলোচনা হয়েছে, ততবার এসেছে আশরাফ হাকিমির নাম। হাকিমি দলটির সবচেয়ে বড় তারকা। চাইলে তিনি স্পেনের হয়েও খেলতে পারতেন। কারণ তার জন্ম মাদ্রিদে। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন।

মা লোকের বাড়ি কাজ করেছেন। বাবা ছিলেন হকার। সংগ্রামের ছোটবেলা ফুটবলার হওয়ার স্বপ্ন কেড়ে নিতে পারেনি হাকিমির। টুইটারে এমবাপেকে ট্যাগ করে হাকিমি লিখেছেন, তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। পাল্টা তার জবাবও দিয়েছেন এমবাপে। কিছু লেখেননি। শুধু তিনটি ভালবাসার ইমোজি দিয়েছেন। এমবাপে সাধারণত ফ্রান্সের বাঁ প্রান্ত ধরে খেলেন। অন্য দিকে মরক্কোর রাইট ব্যাক হাকিমি।

আরও পড়ুন – রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! ‘যা করেছি বেশ করেছি’ বললেন পর্তুগাল কোচ সান্তোস

অর্থাৎ, তাঁর কাঁধেই দায়িত্ব থাকবে এমবাপেকে আটকানোর। খেলার আগেই তাই এমবাপেকে বার্তা দিয়ে রাখলেন হাকিমি। ক্লাবে একসঙ্গে খেলেন তাঁরা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ। এক জন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দ্বিতীয় জন মরক্কোর আশরফ হাকিমি। সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা।

হাকিমির কাঁধেই থাকবে এমবাপেকে রোখার দায়িত্ব। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপে পড়েছিল ক্রোয়েশিয়া, বেলজিয়ামের গ্রুপে। কেউ আশা করেনি, গ্রুপ পর্ব টপকাতে পারবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। গোটা প্রতিযোগিতায় গোল খেয়েছে মাত্র ১টি। তাও আত্মঘাতী।

রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাটলাস লায়ন্সরা ভয় পেতে রাজি নয়। তাদের হারানোর কিছু নেই। সবটাই পাওয়ার আছে। তাই বিশ্বের দ্রুততম ফুটবলার এমবাপেকে পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন মরক্কোর সুপারম্যান হাকিমি। হাকিমি মনে করেন তাদের ওপর কোনও চাপ নেই। সব চাপ ফ্রান্সের। শক্তিতে অনেক এগিয়ে লে ব্লু রা। কিন্তু বিনা যুদ্ধে হার মানতে নারাজ মরক্কো।