ক্ষতিগ্রস্ত মাঠ

North 24 Pargana News: সবুজ মাঠে হয়েছিল প্রধানমন্ত্রীর হেলিপ্যাড, কী হাল সেই স্টেডিয়ামের? বড় অভিযোগ

উত্তর ২৪ পরগনা: দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসেছিলেন অশোকনগরে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল সভার স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে। ইট বালি সিমেন্ট ব্যবহার করে মাঠেই তৈরি করা হয়েছিল দুটি হেলিকপ্টার নামার জন্য বিশেষ হেলিপ্যাড। সবুজ খেলার মাঠের ঘাস চিড়ে তৈরি হওয়া এই হেলিপ্যাড ঘিরেই এখন শুরু হয়েছে বিতর্ক।

অভিযোগ, একপ্রকার খেলার অযোগ্য হয়ে উঠেছে স্টেডিয়ামের এই মাঠ। এমনটাই দাবি ক্রীড়া প্রেমী থেকে স্থানীয় প্রশাসনের। বিষয়টি ইতিমধ্যেই জেলা নির্বাচন কমিশনের সর্বময় কর্তা, তথা জেলাশাসককে জানিয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার। যাতে অবিলম্বে খেলার মাঠের এই বেহাল দশা দ্রুত বদলে সবুজ ঘাসে পুনরায় রূপান্তরিত করা যায়, তার জন্যই আবেদন জানান পৌরপ্রধান। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে অশোকনগরের ক্রীড়াপ্রেমী মহল।

যদিও প্রধানমন্ত্রী আসা অশোকনগরের মানুষের কাছে একটি আবেগ হলেও, অতীতে মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্ট ব্যক্তিরা বহুবার হেলিকপ্টারে অশোকনগরে আসলেও স্টেডিয়ামে হেলিপ্যাড তৈরি করে, কখনই সবুজ মাঠের ক্ষতি করা হয়নি। দীর্ঘদিন যাবত অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন এই স্টেডিয়ামের দেখভালের দায়িত্বে থাকলেও, কয়েক মাস হল বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দায়িত্বভার রাজ্য সরকার নিজের হাতে নিয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। ফলে পৌরসভাই এখন দেখভাল করছে এই ক্রীড়াঙ্গনের। অতীতের নামীদামি খেলোয়ারদের খেলা থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল বা ক্রিকেট -সহ স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করা হয় এই স্টেডিয়ামে।

হেলিপ্যাড তৈরির পর যেভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই স্টেডিয়াম তা দেখে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় শাসন থেকে ক্রীড়া প্রেমী মহল। এখন কবে এই ইট বালি সিমেন্টের জঞ্জাল সরে আবারও সবুজ গালিচা দেখা যাবে অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে এখন সেদিকেই তাকিয়ে অশোকনগর বাসীরা।

Rudra Narayan Roy