Tag Archives: Lok Sabha Elections 202

Pawan Kalyan: ‘পবন নয়, ও ঝড়’, প্রশংসায় ভরালেন মোদি! দাদা বিখ্যাত অভিনেতা, কে এই পবন কল্যাণ?

নয়াদিল্লি: লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছে তাঁর দল৷ তবু নরেন্দ্র মোদির কাছে ভরসার নতুন মুখের নাম পবন কল্যাণ৷ রাখঢাক না করেই এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তৃতা দিতে গিয়ে তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷ জন সেনা পার্টির প্রধানকে উদ্দেশ্য করে মোদিকে বলতে শোনা যায়, ‘উনি পবন নয়, ঝড়!’

অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার টিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ বিজেপি এবং টিডিপির মধ্যে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জন সেনা পার্টির প্রধান এবং তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ৷ তাঁর আরও একটি পরিচয়, তিনি দক্ষিণী সিনেমার আর এক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের ভাই৷ শুধু জোট গঠনে ভূমিকা নেওয়াই নয়, অন্ধ্র বিধানসভা নির্বাচনে ২১টি আসনে লড়াই করে একুশটিতেই জয়ী হয়েছে পবন কল্যাণের জন সেনা পার্টি৷ একই ভাবে লোকসভার দুটি আসনে লড়ে দুটিতেই জয়ী হয়েছে তারা৷ স্বভাবতই এনডিএ-র অন্দরে কদর বেড়েছে এই অভিনেতা রাজনীতিবিদের৷ দক্ষিণে ভারতে নিজেদের পায়ে তলার মাটি শক্ত করতে চাওয়া বিজেপির এবং নরেন্দ্র মোদির কাছে তাই পবন কল্যাণের গুরুত্বও অপরিসীম৷

আরও পড়ুন: আরও দশ বছর ক্ষমতায় থাকবেন! নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে মোদি বললেন, ‘হারিনি, হারব না’

বিজেপির কাছে পবন কল্যাণ এখন কতটা গুরুত্বপূর্ণ, তা এ দিন সংদের সেন্ট্রাল হলের ছবিতেও স্পষ্ট হয়ে গিয়েছে৷ সেন্ট্রাল হলের মঞ্চে মোদি সহ বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারদের সঙ্গে দেখা গিয়েছে পবন কল্যাণকেও৷ বক্তব্য রাখার সময় মঞ্চে বসে থাকা পবন কল্যাণের দিকে তাকিয়ে মোদি বলেন, ‘ইনি তো পবন নয়, উনি ঝড়৷’

তবে রাজনীতিতে পা দিয়ে অবশ্য সহজে সাফল্য পাননি তেলুগু সিনেমার এই জনপ্রিয় অভিনেতা৷ ২০০৮-এ রাজনীতিতে পা দিয়েছিলেন পবন কল্যাণ৷ তখন তিনি প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠনের প্রধান হন৷ এর পর শারীরিক কারণে রাজনীতি থেকে অব্যাহতি নেন পবন কল্যাণ৷ ২০১৪ সালে জন সেনা পার্টি গঠন করেন তিনি৷ তবে এই প্রথনবার এত বড় সাফল্য পেল জন সেনা পার্টি৷

নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়েছেন পবন কল্যাণও৷ এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ভারতকে কারও সামনে মাথা নত করতে হবে না৷

North 24 Pargana News: সবুজ মাঠে হয়েছিল প্রধানমন্ত্রীর হেলিপ্যাড, কী হাল সেই স্টেডিয়ামের? বড় অভিযোগ

উত্তর ২৪ পরগনা: দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসেছিলেন অশোকনগরে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল সভার স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে। ইট বালি সিমেন্ট ব্যবহার করে মাঠেই তৈরি করা হয়েছিল দুটি হেলিকপ্টার নামার জন্য বিশেষ হেলিপ্যাড। সবুজ খেলার মাঠের ঘাস চিড়ে তৈরি হওয়া এই হেলিপ্যাড ঘিরেই এখন শুরু হয়েছে বিতর্ক।

অভিযোগ, একপ্রকার খেলার অযোগ্য হয়ে উঠেছে স্টেডিয়ামের এই মাঠ। এমনটাই দাবি ক্রীড়া প্রেমী থেকে স্থানীয় প্রশাসনের। বিষয়টি ইতিমধ্যেই জেলা নির্বাচন কমিশনের সর্বময় কর্তা, তথা জেলাশাসককে জানিয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার। যাতে অবিলম্বে খেলার মাঠের এই বেহাল দশা দ্রুত বদলে সবুজ ঘাসে পুনরায় রূপান্তরিত করা যায়, তার জন্যই আবেদন জানান পৌরপ্রধান। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে অশোকনগরের ক্রীড়াপ্রেমী মহল।

যদিও প্রধানমন্ত্রী আসা অশোকনগরের মানুষের কাছে একটি আবেগ হলেও, অতীতে মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্ট ব্যক্তিরা বহুবার হেলিকপ্টারে অশোকনগরে আসলেও স্টেডিয়ামে হেলিপ্যাড তৈরি করে, কখনই সবুজ মাঠের ক্ষতি করা হয়নি। দীর্ঘদিন যাবত অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন এই স্টেডিয়ামের দেখভালের দায়িত্বে থাকলেও, কয়েক মাস হল বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দায়িত্বভার রাজ্য সরকার নিজের হাতে নিয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। ফলে পৌরসভাই এখন দেখভাল করছে এই ক্রীড়াঙ্গনের। অতীতের নামীদামি খেলোয়ারদের খেলা থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল বা ক্রিকেট -সহ স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করা হয় এই স্টেডিয়ামে।

হেলিপ্যাড তৈরির পর যেভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই স্টেডিয়াম তা দেখে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় শাসন থেকে ক্রীড়া প্রেমী মহল। এখন কবে এই ইট বালি সিমেন্টের জঞ্জাল সরে আবারও সবুজ গালিচা দেখা যাবে অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে এখন সেদিকেই তাকিয়ে অশোকনগর বাসীরা।

Rudra Narayan Roy