মুজনাই নদী

Alipurduar News: প্রবল বৃষ্টি জেলা জুড়ে! মুজনাই নদীর জলোচ্ছ্বাসে ভেসে গেল ফালাকাটার চারটি সাঁকো

আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টির কারণে জল চারিদিকে। ভরে উঠেছে আলিপুরদুয়ার জেলার প্রতিটি নদী। মুজনাই নদীর জলের স্রোতে ভেসে গেল ফালাকাটার চারটি সাঁকো।

দুদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে আলিপুরদুয়ার জেলায়। বেড়েছে ডুয়ার্সের প্রতিটি নদীর জলস্তর। আর এর জেরেই ভেসে গেল ফালাকাটা ব্লকের মুজনাই নদীর ওপরে থাকা সেতুটি। এরফলে নদী পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন ফালাকাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জানা গিয়েছে প্রায় ৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

আরও পড়ুনঃ রোহিণী উৎসবে মেলেনি বৃষ্টির দেখা, চিন্তার ভাঁজ চাষীদের কপালে!

লাগাতার বৃষ্টিতে মুজনাই নদীতে প্রবল জলোচ্ছ্বাস হয়। ভেসে যায় সেতুটি।ফলে ওই দুই পাড়ের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।অনেকটা পথ ঘুরে তাঁদের যেতে হচ্ছে প্রয়োজনীয় কাজে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে ফালাকাটা পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারী বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টি শেষ হলেই কিছু করা যাবে।”

বর্ষা শুরু হতে না হতেই ভেসে গেল ফালাকাটা ব্লকের চারটি সেতু।গঙ্গামণ্ডল ঘাট, সাধনের ঘাট, ছপরের ঘাট এবং মুজনাই নদীর ঘাটে সেতু নেই। নদীর দুই ধারে থাকা কয়েক হাজার মানুষ চরম সমস্যায় পড়েছেন।নৌকা করে চলছে যাতায়াত।

Annanya Dey