উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি নয়। আগামী ২-৩ দিন উত্তরে বৃষ্টি খানিকটা কমবে। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী হতে পারে বৃষ্টি। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় বৃষ্টি হলেও হতে পারে। বর্ষা এলেও ভারী বৃষ্টি আগামী ৫-৬ দিনে নেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি…! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। শনি-রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। শনি-রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
শিলিগুড়িতে হালকা রোদ। আংশিক মেঘলা। তাপমাত্রা ২৪ ডিগ্রি। দার্জিলিংয়ে ঘন কুয়াশা আর মেঘের আড়ালে শৈলশহর। তাপমাত্রা ১৬ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘ আর কুয়াশাময়। তাপমাত্রা ২১ ডিগ্রি।
শিলিগুড়িতে হালকা রোদ। আংশিক মেঘলা। তাপমাত্রা ২৪ ডিগ্রি। দার্জিলিংয়ে ঘন কুয়াশা আর মেঘের আড়ালে শৈলশহর। তাপমাত্রা ১৬ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘ আর কুয়াশাময়। তাপমাত্রা ২১ ডিগ্রি।
জলপাইগুড়িতে জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৮ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস।আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহারে পরিস্কার আকাশ। হালকা মেঘ। তাপমাত্রা ২৫ ডিগ্রি।
জলপাইগুড়িতে জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৮ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহারে পরিস্কার আকাশ। হালকা মেঘ। তাপমাত্রা ২৫ ডিগ্রি।
উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ ভ্যাপসা গরম সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে মেঘলা আকাশ , গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৭.০৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ ভ্যাপসা গরম সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে মেঘলা আকাশ , গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৭.০৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার, ঝাড়খণ্ডেও বর্ষা নেমেছে।
দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার, ঝাড়খণ্ডেও বর্ষা নেমেছে।
তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। রবিবারের পরে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। রবিবারের পরে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি।
আজ শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা ।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেল। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা।
দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেল। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা।
অবশেষে ইসলামপুর থেকে সরল মৌসুমী বায়ু। ৩১ মে থেকে একই জায়গায় থমকে। ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। ২২ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা।
অবশেষে ইসলামপুর থেকে সরল মৌসুমী বায়ু। ৩১ মে থেকে একই জায়গায় থমকে। ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। ২২ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা।
মৌসুমী অক্ষরেখা নাভসারি জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের উপর দিয়ে বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা নাভসারি জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু এগলো। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ,  ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু এগলো। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ,  ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু।
ঘূর্ণাবর্ত রয়েছে বিহার, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উত্তরপ্রদেশ রাজস্থানের উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ বাংলাদেশ, মেঘালয়, অসমের উপর দিয়ে বিস্তৃত।
ঘূর্ণাবর্ত রয়েছে বিহার, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উত্তরপ্রদেশ রাজস্থানের উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ বাংলাদেশ, মেঘালয়, অসমের উপর দিয়ে বিস্তৃত।
 তাপমাত্রা সামান্য কমেছে। আরও কিছুটা কমতে পারে আগামী ২৪ ঘণ্টায়। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। আবারও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে।
তাপমাত্রা সামান্য কমেছে। আরও কিছুটা কমতে পারে আগামী ২৪ ঘণ্টায়। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। আবারও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে।
বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। বরং বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা  কমবে তারপর একই রকম থাকবে তাপমাত্রা।
বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। বরং বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা  কমবে তারপর একই রকম থাকবে তাপমাত্রা।
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবার আগামী সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে বুধ বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ফের জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবার আগামী সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে বুধ বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ফের জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টি। 
কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টি।