Durga Puja 2024: কোথাও মণ্ডপজুড়ে পুরনো কলকাতার ভাঙন, কোথাও অবহেলিত মানুষদের না বলা কথা! থিমেই বাজিমাত হাতিবাগানের…

কলকাতা: ফিরে দেখা পুরানো সেই দিন।  ৯০তম বর্ষে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার উত্তর কলকাতার হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকেই মনে করার চেষ্টা করছে।  মরচে ধরা লোহার পাত, লোহার রড সবই ফুটে উঠেছে শিল্পী সুশান্ত পালের জাদুতে।  থিমের নাম ‘প্রকরণ’। কসময় এই হাতিবাগানের গলিটি রিক্সা গলি নামেও পরিচিত ছিল। সেই বিলুপ্ত প্রায় হাতে টানা রিকশা , পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট, একান্নবর্তী পরিবারে ভাঙন- সবই দেখা যাচ্ছে এই মণ্ডপে।  রয়েছে বন্ধ হয়ে যেতে বসা ট্রামও।

প্রতিদিন এই শহরের বুক থেকে কাগজ, প্লাস্টিক কুড়িয়ে জঞ্জাল সাফাই করে শহরকে পরিষ্কার রাখতে অনেকটাই সাহায্য করেন সেই মানুষগুলো, যাঁদেরকে আমরা বলি ‘কাগজ কুড়ুনী’। হয়তো পেটের দায়েই তাঁরা কাজগুলো করেন কিন্তু এই কাজে আদতে পরিষ্কার হয় আমাদের শহর। আর সেই ভ্যানে করে, কাঁধে করে কাগজ কুড়িয়ে বেড়ানো মানুষগুলোকেই এবারের পুজোর থিম উৎসর্গ করেছে হাতিবাগানের নলীন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

আরও পড়ুন: হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা

মণ্ডপের ভিতরে এই মানুষগুলোর বসতের টিনের ঝুপড়ির আদলে তাঁদের রোজনামচা তুলে ধরেছেন শিল্পী। আবহতে রয়েছে এক মহিলা কাগজ কুড়ুনী এবং তার বাচ্চা মেয়ের মধ্যে কথোপকথন। এবারের পুজোর থিমে উত্তর কলকাতা বাজিমাত করে দিয়েছে একপ্রকার। অবশ্য দক্ষিণ কলকাতার পুজোগুলোও কিন্তু কম যায় না।