মুর্শিদাবাদ: হাতে গোনা আর মাত্র কিছুটা সময়। তারপরেই বাঙালি মেতে উঠবে সব থেকে বড় উৎসব দুর্গাপুজোতে। শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে ইতি মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে দেওয়া হয়েছে ৮৫ হাজার টাকা করে আর্থিক অনুদান। তবে এবার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও দেওয়া হল আর্থিক সাহায্য।
কান্দি ব্লকের যশোহরি আনুখা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত এলাকার ২৭টি পুজো কমিটির হাতে পাঁচ হাজার টাকা করে আর্থিক চেক প্রদান করা হল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে,রাজ্য সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হলেও গ্রামীণ পুজোতে মানুষ সেই ভাবে চাঁদা দিতে পারেন না।
আরও পড়ুন:মুর্শিদাবাদে সরকারি চাকরির বিরাট সুযোগ! নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই জেনে আবেদন করুন
গ্রামের বাড়ি অধিকাংশই খেটে খাওয়া দিনমজুর। তাই পুজোর উৎসবে যাতে কোনও রকম ভাঁটা না পড়ে তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বেশ কিছু বছর ধরেই এই আর্থিক চেক তুলে দেওয়া হয়। এবছরও ২৭টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে পুজোর উৎসবের আগে।
কৌশিক অধিকারী