Nothing Phone (2a)-এর স্পেশাল এডিশন লঞ্চ

Nothing Phone (2a)-র স্পেশাল এডিশন লঞ্চ, দেখে নিন দাম আর কী কী ফিচার থাকছে

Nothing Phone (2a): স্পেশাল এডিশনের স্মার্টফোন লঞ্চ করল Nothing। মডেলের নাম Nothing Phone (2a)। এটাই প্রথম স্মার্টফোন যাতে তিনটি রঙ ব্যবহার করা হয়েছে, লাল, নীল এবং হলুদ। আগে Nothing-এর সমস্ত অডিও প্রোডাক্ট লাল রঙের হত। নতুন Ear (a)-তে হলুদ রঙ এবং সম্প্রতি Phone (2a)-তে নীল রঙ ব্যবহার করেছে সংস্থা।

Nothing-এর ডিজাইন ডিরেক্টর অ্যাডাম বেটস বলেন, “Phone (2a)-এর স্পেশাল এডিশন আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এই স্মার্টফোনে লাল, নীল এবং হলুদ রঙের ব্যবহার করা হয়েছে। এর নান্দনিক ডিজাইন ইউজারকে অন্য অভিজ্ঞতা দেবে। সামগ্রিক ভাবে এটা শুধু একটা স্মার্টফোন নয়, এক টুকরো শিল্প”।

Nothing Phone (2a) স্পেশাল এডিশন ফিচার: Nothing Phone (2a) স্পেশাল এডিশনে Nothing OS-সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর এবং একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং চিত্তাকর্ষক ডুয়াল 50MP রিয়ার ক্যামেরা। Glyph ইন্টারফেসে ফুটে উঠেছে Nothing-এর অনন্য ডিজাইন।

Nothing-এর দাবি, Nothing Phone (2a) কোম্পানির অন্যতম সফল পণ্য। কারণ কয়েক ঘণ্টার মধ্যেই ১,০০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। লঞ্চের পর থেকে, Nothing সফটওয়্যার টিম ফাইন-টিউন ক্যামেরা পারফরম্যান্সে ১৩টি আপডেট নিয়ে এসেছে। যার মধ্যে রয়েছে মেন ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সরে রঙের সামঞ্জস্য অপ্টিমাইজ করা, HDR দৃশ্যে ছবির উজ্জ্বলতা বাড়ানো এবং ক্যামেরা অ্যাপ খোলাকে আরও মসৃণ করা।

যে কোনও Nothing বা CMF বাই নাথিং অডিও প্রোডাক্টের সঙ্গে পেয়ার করলে ইন্ডাস্ট্রি ফার্স্ট ChatGPT ইন্টিগ্রেশন অফার করে Nothing Phone (2a)। শুধু তাই নয়, স্মার্টফোনের হোম স্ক্রীন থেকে দ্রুত এবং সহজে অ্যাক্সেসের জন্য নতুন ChatGPT উইজেট চালু করা হয়েছে।

Nothing Phone (2a) স্পেশাল এডিশন স্মার্টফোনের দাম এবং কোথায় পাওয়া যাবে: Nothing Phone (2a) স্পেশাল এডিশনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়। এই এক্সক্লুসিভ স্মার্টফোন সীমিত পরিমাণে বাজারে এসেছে এবং ৫ জুন থেকে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন গ্রাহকরা।