Lok Sabha Election 2024: ক্যানসারের সচেতনতা ‌যাদবপুরের মহিলা পরিচালিত গোলাপী বুথে

মডেল বুথ। গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ঢুকলে মনে হবে যেন কোনও অনুষ্ঠান বাড়ি।
মডেল বুথ। গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ঢুকলে মনে হবে যেন কোনও অনুষ্ঠান বাড়ি।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য সোফা, বাচ্ছাদের খেলার জন্য জায়গা, বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন। খুশি ভোটকর্মী থেকে এজেন্ট, ভোটার সহ সকলেই।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য সোফা, বাচ্ছাদের খেলার জন্য জায়গা, বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন। খুশি ভোটকর্মী থেকে এজেন্ট, ভোটার সহ সকলেই।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার বরদাপ্রসাদ হাইস্কুলে আটটি বুথ হয়েছে। এই বুথগুলি মহিলা পরিচালিত। গোলাপি থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ভোটকেন্দ্রটি।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার বরদাপ্রসাদ হাইস্কুলে আটটি বুথ হয়েছে। এই বুথগুলি মহিলা পরিচালিত। গোলাপি থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ভোটকেন্দ্রটি।
ভোট নিয়ে সচেতনতার পাশাপাশি এই বুথ থেকে ক্যান্সার রোগ সংক্রান্ত সচেতনামূলক বার্তাও দেওয়া হবে। নানা ধরনের পোস্টার, ব্যানার ইত্যাদি টাঙানো।
ভোট নিয়ে সচেতনতার পাশাপাশি এই বুথ থেকে ক্যান্সার রোগ সংক্রান্ত সচেতনামূলক বার্তাও দেওয়া হবে। নানা ধরনের পোস্টার, ব্যানার ইত্যাদি টাঙানো।
রংবেরঙের কৃত্রিম ফুল দিয়ে সাজানো। দরজা দিয়ে ঢোকার পর মণ্ডপের আকারে জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে কাঠামো। সবকিছুর রং গোলাপি। ঝাড়বাতি ঝুলছে মাথার উপর। বিভিন্ন ধরনের আলো ঝলমল করছে।
রংবেরঙের কৃত্রিম ফুল দিয়ে সাজানো। দরজা দিয়ে ঢোকার পর মণ্ডপের আকারে জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে কাঠামো। সবকিছুর রং গোলাপি। ঝাড়বাতি ঝুলছে মাথার উপর। বিভিন্ন ধরনের আলো ঝলমল করছে।