আন্দুলপোতার পাশেই ভ্রমণের এবার নতুন সন্ধান

Offbeat Destination: কলকাতার খুব কাছেই, শহরের দৌড়ঝাঁপ থেকে লংড্রাইভে একেবারে গ্রামের শীতল জীবনের ছোঁওয়া

: আন্দুলপোতার পাশেই ভ্রমণের এবার নতুন সন্ধান। সরু আঁকাবাঁকা রাস্তার দু'পাশে জলরাশি, সেই বিশাল জলরাশি ও নির্জন, নিরিবিলি মনোরম আঁকাবাঁকা রাস্তার মাথার উপরে ভাঙাচোরা মেঘ। গ্রামের সব রূপ, রস, গন্ধ মেখে শহুরে জীবনে ক্লান্ত মানুষদের বিশ্রামের জন্য ডাকছে৷ 
: আন্দুলপোতার পাশেই ভ্রমণের এবার নতুন সন্ধান। সরু আঁকাবাঁকা রাস্তার দু’পাশে জলরাশি, সেই বিশাল জলরাশি ও নির্জন, নিরিবিলি মনোরম আঁকাবাঁকা রাস্তার মাথার উপরে ভাঙাচোরা মেঘ। গ্রামের সব রূপ, রস, গন্ধ মেখে শহুরে জীবনে ক্লান্ত মানুষদের বিশ্রামের জন্য ডাকছে৷
এমন অপরূপ পরিবেশের মায়ায় আন্দুলপোতায় বারেবারে আটকে পড়েছিল ভ্রমণপিপাসু মানুষ। কিন্তু সেই আন্দুলপোতার খুব কাছেই আরও একটি অপরূপ পরিবেশের সবুজের সমারোহে সন্ধান দেব আমরা।
এমন অপরূপ পরিবেশের মায়ায় আন্দুলপোতায় বারেবারে আটকে পড়েছিল ভ্রমণপিপাসু মানুষ। কিন্তু সেই আন্দুলপোতার খুব কাছেই আরও একটি অপরূপ পরিবেশের সবুজের সমারোহে সন্ধান দেব আমরা।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের আন্দুলপোতা থেকে ৬ কিলোমিটার দূরে খড়িডাঙ্গা ও পূর্ব খড়িডাঙ্গার মধ্যবর্তী স্থান। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই স্পটে আন্দুলপোতার মতই পরিবেশের পাশাপাশি দু'পাশে সবুজের সাম্রাজ্যের মেলবন্ধন খুঁজে পাবেন।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের আন্দুলপোতা থেকে ৬ কিলোমিটার দূরে খড়িডাঙ্গা ও পূর্ব খড়িডাঙ্গার মধ্যবর্তী স্থান। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই স্পটে আন্দুলপোতার মতই পরিবেশের পাশাপাশি দু’পাশে সবুজের সাম্রাজ্যের মেলবন্ধন খুঁজে পাবেন।
মনোরম গ্রাম্য পরিবেশের মিঠে গন্ধ, কৃষ্ণাচূড়ার রঙিন ছটা, অপর দিকে মাছ চাষের ভেড়িতে পরিযায়ী পাখিদের আনাগোনা ও তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা!
মনোরম গ্রাম্য পরিবেশের মিঠে গন্ধ, কৃষ্ণাচূড়ার রঙিন ছটা, অপর দিকে মাছ চাষের ভেড়িতে পরিযায়ী পাখিদের আনাগোনা ও তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা!
কলকাতা শহর থেকে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই এই স্পট।
কলকাতা শহর থেকে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই এই স্পট।
বিকেলের দিকে অনেকেই এই পরিবার, বন্ধু, পরিজনদের নিয়ে সময় কাটান। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা! বিকেলে বিশাল জলরাশির ওপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদুমন্দ বাতাসের স্পর্শ- আহা! সে এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী। Input- Julfikar Molla
বিকেলের দিকে অনেকেই এই পরিবার, বন্ধু, পরিজনদের নিয়ে সময় কাটান। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা! বিকেলে বিশাল জলরাশির ওপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদুমন্দ বাতাসের স্পর্শ- আহা! সে এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী। Input- Julfikar Molla