এই বাড়িতেই উদ্ধার দেহ

Old Man: সিঁড়িতে পড়ে রক্তাক্ত দেহ! মর্মান্তিক মৃত্যু সন্তোষ মিত্রের

হলদিবাড়ি: এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হল হলদিবাড়িতে। হলদিবাড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের খুদিরাম পল্লির বাসিন্দা জনৈক ওই প্রৌঢ়। মৃত ওই প্রৌঢ়ের নাম সন্তোষ মিত্র এবং তাঁর বয়স ৫৭ বছর।

তিনি তাঁর বাড়িতে একাই থাকতেন। এদিন আচমকাই তাঁর বাড়ি থেকে এইভাবে তাঁর মৃতদেহ উদ্ধার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই প্রৌঢ় বাড়িতে একাই থাকতেন দীর্ঘ সময় পর্যন্ত। এদিন প্রৌঢ়ের বাড়ির সিঁড়ি থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষরা। খবর পাঠানো হয় হলদিবাড়ি থানার।

আরও পড়ুন: ডালের রানি কমাবে কোলেস্টেরল-ডায়াবেটিস-লিভারের মারণরোগ! কীভাবে খাবেন? রইল টিপস

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। দ্রুত প্রৌঢ়কে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানিয়ে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই প্রৌঢ়ের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ। তবে আচমকাই প্রৌঢ়ের এভাবে মৃত্যুর ঘটনায় রহস্য দানা বাঁধতে শুরু করছে। এই মৃত্যু দুর্ঘটনা নাকি খুন সেই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

Sarthak Pandit