West Bengal news

West Bengal news: নাতনিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন, হঠাৎ ভেঙে পড়ল দেওয়াল, মর্মান্তিক পরিণতি দু’জনের

মুর্শিদাবাদ: মাটির দেওয়াল চাপা পড়ে ঠাকুমা ও নাতনির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নবগ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম গঙ্গা মণ্ডল ও নাতনি প্রিয়াঙ্কা মণ্ডল ।

আরও পড়ুন: রবিবার থেকে কত দিন চলবে দুর্যোগ, কলকাতা সহ ভাসবে কোন কোন জেলা? বৃষ্টি উত্তরবঙ্গেও

জানা গিয়েছে, এদিন দশ মাসের নাতনিকে কোলে নিয়ে বাজার গিয়েছিলেন ওই বৃদ্ধা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাড়ির মাটির দেওয়াল আচমকাই ভেঙে পড়লে তাতে চাপা পড়ে যান ঠাকুমা ও নাতনি দু’জনে। স্থানীয়রা তড়িঘড়ি মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গা মণ্ডলের। শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়বাসিন্দা কবিতা মণ্ডল বলেন, “প্রতিদিনই ওই বয়স্কা মহিলা তার ছোট নাতনিকে কোলে নিয়ে এই রাস্তা দিয়ে যান। এদিনও যাচ্ছিলেন। দেওয়ালটা ভেঙে পড়ে যেতে দেখা মাত্রই আমি ছুটে আসি। আশেপাশের সবাই চিৎকার শুনে ছুটে আসে। বয়স্ক মহিলাটি ঘটনাস্থলেই মারা যান। বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি”। স্থানীয়বাসিন্দা রাজকুমার মণ্ডল বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অনেকদিন ধরেই ওই বাড়ির মাটির দেওয়ালটি হেলে ছিল অনেকবার ভেঙে ফেলার জন্য বলা হলেও বাড়ির মালিকরা দেওয়াল ভাঙেনি। আর তারপরেই ঘটে গেল এবং মর্মান্তিক দুর্ঘটনা।”

আরও পড়ুন: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ

মাটির দেওয়াল চাপা পড়ে ঠাকুমা ও নাতনির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নবগ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামে। । জানা যায় এদিন দশ মাসের নাতনিকে কোলে নিয়ে বাজার গিয়েছিলেন ওই বৃদ্ধা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাড়ির মাটির দেওয়াল আচমকাই ভেঙে পড়লে তাতে চাপা পড়ে যায় ঠাকুমা ও নাতনি দু’জনে। স্থানীয়রা তড়িঘড়ি মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করলেও মৃত্যু হয় গঙ্গা মন্ডলের। শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।