সভায় মহিলারা

Lok Sabha Election 2024: মঞ্চ থেকে কাছে ডাকলেন দিদি! মুখ্যমন্ত্রীর রায়দিঘির সভায় আনন্দের বাঁধ ভাঙল মহিলাদের

রায়দিঘি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সেজন্য সবরকম প্রস্তুতি সেরে রাখা হয়েছিল রায়দিঘিতে। আবহাওয়া খারাপ থাকার বার্তা ছিল। তারমধ্যেই রায়দিঘিতে যখন এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বাঁধ ভাঙল মহিলাদের। দিদি আসবেন শুনে প্রচুর সংখ্যায় মহিলারা এসেছিলেন সেখানে‌।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

মুখ্যমন্ত্রী আসার আগে ভারী বৃষ্টিও হয়। সেই বৃষ্টি সত্বেও মহিলারা অপেক্ষা করছিলেন।কিন্তু তাল কাটে মুখ্যমন্ত্রী সভায় আসতেই। প্রচুর সংখ্যক মহিলা দিদিকে দেখার জন্য হুড়োহুড়ি বাঁধিয়ে দেয়। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকেই মহিলাদের সামনে আসার জন্য নিরাপত্তারক্ষীদের ছাড় দিতে বলেন।আর তারপরেই স্টেজের একেবারে কাছে চলে আসেন মহিলারা। সেই আনন্দে সভার শেষে মহিলাদের নাচতেও দেখা যায়।

এই সভা নিয়ে খুশি মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও। তারা জানিয়েছেন, মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আগামীদিনে মহিলারাই এগিয়ে আসবে সামনের দিকে। রায়দিঘির এই সভায় মহিলাদের এই অংশগ্রহণ হাসি ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখেও।

লোকসভা নির্বাচনের প্রচারে এ দিন দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় একাধিক সভা করেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১ জুন দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটগ্রহণ৷

নবাব মল্লিক