প্রতিকী ছবি

টোটোর জন্য আর কত মৃত্যু দেখবে রাজ্য! ফের ভয়ঙ্কর ঘটনা, বৃদ্ধার করুণ পরিণতি

দক্ষিণ দিনাজপুর : টোটো উল্টে মৃত্যু এক বৃদ্ধার। গুরুতর জখম আরও এক। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম বিমনী মালী(৬৫)। বাড়ি বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বড়কইল এলাকায়।

জানা গিয়েছে, এদিন পতিরাম থানার অন্তর্গত ৯নং গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনীর দিক থেকে আসা একটি টোটো হঠাৎ করেই উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধার। পাশাপাশি কনিকা মালী(৫৭), নামে এক বয়স্ক মহিলা আহত হয়।

আরও পড়ুন- একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এলে টোটো চালককে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন- ফিরবে তাপপ্রবাহ? ঝড়বৃষ্টি কতদিন চলবে? বঙ্গের আবহাওয়ার বড় আপডেট জানুন

আহত মহিলাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। অপরদিকে, পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী