জ্বলছে বাংলা! দমদম ৪০! সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধরে রাখল এই শহর! আর কতদিন তাপপ্রবাহ?

নতুন আপডেট নিয়ে আসছে OnePlus 12R! এআই ইরেজার-সহ থাকছে একাধিক নতুন ফিচার

ভারতে OnePlus 12R স্মার্টফোনে নতুন আপডেট নিয়ে আসছে OnlePlus। ইউজাররা এর ফলে এআই ইরেজার ব্যবহার করতে পারবেন। এই আপডেটে আর নতুন কী কী থাকছে দেখে নেওয়া যাক একনজরে।

OnePlus 12R-এর OxygenOS 14.0.0.505 আপডেট একেবারে নতুন AIGC রিমুভার নিয়ে আসছে। এআই ইরেজারের মাধ্যমে ইউজাররা ফট থেকে অবাঞ্ছিত উপাদান সরিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। পাশাপাশি ফ্রেম ছাড়াই কোলাজ করা যাবে একাধিক ফটো।

আরও পড়ুন: আরবে এ কী কাণ্ড? UAE-তে মুষলধারে বৃষ্টি! বন‍্যাপরিস্থিতি মরুভূমিতে!

নতুন আপডেটে অ্যাপ-নির্দিষ্ট ভলিউম ফিচারও থাকছে। ইউজাররা প্রয়োজনের উপর ভিত্তি করে পৃথক অ্যাপের জন্য পছন্দ অনুযায়ী ভলিউম ঠিক করতে পারবেন। একইসঙ্গে নয়া আপডেটে স্ক্রিন বন্ধ থাকলেও ভলিউম ডাউন বোতাম টিপে ফ্ল্যাশলাইট অন করতে পারবেন ইউজাররা।

OnePlus-এর দাবি, ভলিউম বারের ডিজাইন ফটো স্ট্যাবিলাইজেশনের জন্য উন্নত করা হয়েছে। এছাড়াও গাড়ি, ফোন এবং পিসি-তে টাচ কন্ট্রোল এবং USB সংযোগ উন্নত করা হয়েছে। সিস্টেম স্ট্যাবিলাইজেশনকে আরও উন্নত করা হয়েছে এই আপডেটে।

প্রসঙ্গত, জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 12R। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। 16GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা।

স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 12R-এ 6.78-ইঞ্চি LTPO 4.0 AMOLED ডিসপ্লে নিয়ে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 nits রয়েছে। পাশাপাশি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট চালিত, 16GB পর্যন্ত RAM এবং 256GB অভ্যন্তরীণ স্টোরেজ।

ক্যামেরায় 50MP প্রধান সেন্সর (Sony IMX890), 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং পিছনে 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য 16MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে। ডিভাইসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 5,500mAh ব্যাটারি, IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি, ডলবি অ্যাটমস সাপোর্ট, স্টেরিও স্পিকার, এনএফসি এবং আরও অনেক কিছু।

বলে রাখা ভাল, OnePlus 12R OTA-এর জন্য নতুন OxygenOS 14.0.0.505 আপডেট খুব কম সংখ্যক ইউজারই ব্যবহার করছেন। এখনও সবার জন্য উপলব্ধ নয়। তবে OnePlus কয়েক দিনের মধ্যেই বড় আকারে রোল আউট শুরু করার পরিকল্পনা করছে।