Lok Sabha Election 2024: ফ্লেক্স, ব্যানার ফেলে দেওয়াল জুড়ে ভোট সচেতনতা! শিল্পীর তুলিতে বদলে গেছে বালুরঘাট

নদী বাঁচলেই বাঁচবে বাস্তুতন্ত্র এমনই চিন্তা ভাবনাকে রং-তুলির মাধ্যমে ভোট প্রচারে ব্রতী হয়েছেন বালুরঘাটের বেশ কিছু চিত্রশিল্পী।সুস্মিতা গোস্বামী
নদী বাঁচলেই বাঁচবে বাস্তুতন্ত্র এমনই চিন্তা ভাবনাকে রং-তুলির মাধ্যমে ভোট প্রচারে ব্রতী হয়েছেন বালুরঘাটের বেশ কিছু চিত্রশিল্পী।সুস্মিতা গোস্বামী
বালুরঘাট হাইস্কুল ও জেলা পুলিশ সুপার অফিসের সামনে একাধিক বার্তা দিয়ে রং ও তুলির স্পর্শে বিভিন্ন ছবি এঁকে দেওয়াল ভরিয়ে তোলেন শিল্পীমহল।সুস্মিতা গোস্বামী
বালুরঘাট হাই স্কুল ও জেলা পুলিশ সুপার অফিসের সামনে একাধিক বার্তা দিয়ে রং ও তুলির স্পর্শে বিভিন্ন ছবি এঁকে দেওয়াল ভরিয়ে তোলেন শিল্পীমহল।সুস্মিতা গোস্বামী
রাস্তায় আঁকা হওয়ায় তা অনেকটাই মাধুর্য্য। অনেক দিন স্থায়ী থাকবে। প্রচুর মানুষ দেখতে পাবেন। শিল্পীদের হাতে আঁকা সাধারণ মানুষকে অনেক বেশি করে আকর্ষণ করছে।সুস্মিতা গোস্বামী
রাস্তায় আঁকা হওয়ায় তা অনেকটাই মাধুর্য্য। অনেক দিন স্থায়ী থাকবে। প্রচুর মানুষ দেখতে পাবেন। শিল্পীদের হাতে আঁকা সাধারণ মানুষকে অনেক বেশি করে আকর্ষণ করছে।সুস্মিতা গোস্বামী
বিশাল দেওয়াল জুড়ে শান্তির কথা যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনই বিধ্বংসী যুদ্ধ নয়, শান্তির আবহাওয়া তৈরি হোক বিশ্বজুড়ে। নির্বাচনের পূর্বে এই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের শিল্পীরা।সুস্মিতা গোস্বামী
বিশাল দেওয়াল জুড়ে শান্তির কথা যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনই বিধ্বংসী যুদ্ধ নয়, শান্তির আবহাওয়া তৈরি হোক বিশ্বজুড়ে। নির্বাচনের পূর্বে এই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের শিল্পীরা।সুস্মিতা গোস্বামী
বিস্তীর্ণ রাস্তা জুড়ে ভোটের চিত্রের পাশাপাশি বালুরঘাটের জীবনরেখা আত্রেয়ী নদীর সঙ্গে যুক্ত পাখি সহ একাধিক বিষয়ের ছবিও ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা।সুস্মিতা গোস্বামী
বিস্তীর্ণ রাস্তা জুড়ে ভোটের চিত্রের পাশাপাশি বালুরঘাটের জীবনরেখা আত্রেয়ী নদীর সঙ্গে যুক্ত পাখি সহ একাধিক বিষয়ের ছবিও ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা।সুস্মিতা গোস্বামী