খাদি মহোৎসব ও মিনি এক্সপো

Murshidabad News: খাদি বস্ত্র বাঁচাতে বড় উদ্যোগ! এক্সপোতে মিলছে নজরকাড়া সম্ভার! জানুন

মুর্শিদাবাদ: ২রা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে পালিত হচ্ছে খাদি মহোৎসব। খাদির উন্নতিতে আয়োজন করা হল ব়্যালি। খাদি কিনুন, খাদি পড়ুন। খাদির প্রচার ও প্রসারে পথে নেমে এই বনাঢ্য শোভাযাত্রাতে অংশগ্রহণ করলেন খাদির কর্মকর্তা থেকে সাধারণ মানুষ, এমনকি জনপ্রতিনিধিরাও।

ইতিমধ্যেই খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কলেজ মাঠে চলছে মিনি এক্সপো। এই মেলাতে একাধিক ষ্টলে বিপুল সম্ভার সাজিয়েছেন খাদির শিল্পীরা। তবে এই মিনি এক্সপোতে বিশেষভাবে উৎসাহিত মহিলারা। এই মিনি এক্সপোর মাঝেই আজকে বনাঢ্য শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও।

উদ্যোক্তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা বসেছেন তাদের পসরা সাজিয়ে। আদিবাসী নৃত্যের তালে তালে শুভ উদ্বোধন হয় এই খাদি গ্রামীন শিল্প মহোৎসব ২০২৪। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো শিল্পী তারা তাদের পসরা নিয়ে হাজির হয়েছে এই মেলা প্রাঙ্গনে। আশা করছি এই মেলা থেকে তারা লাভের মুখ দেখবেন।

“খাদি” শব্দটি এই সংগ্রামের পিছনের আবেগের সঙ্গে ভালভাবে প্রতিধ্বনিত হয়েছিল। মানুষ ভারতের স্বাধীনতার জন্য আত্মনিয়োগ করেছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের আত্মা-অনুসন্ধানের প্রচেষ্টাকে নিশ্চিত করার জন্য, গান্ধীজি খাদিকে সামনের দিকে নিয়ে এসেছিলেন, স্বয়ংসম্পূর্ণতা, স্বাধীনতা এবং সাংস্কৃতিক আদিবাসীতার প্রতীক হতে।

আরও পড়ুনঃ KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট

খাদি হল ভারতের আদি টেক্সটাইল সংস্কৃতি এবং শিল্প যেখানে সুতা এবং কাপড় হাতে তৈরি করা হয়। পুরানো ইতিহাসে, ক্যালিকোস নামক তুলা থেকে একটি হাতে বোনা কাপড় ভারত থেকে ইউরোপে ব্রিটিশরা চালু করেছিল। চিন্টজ নামক একটি চকচকে জাতের ক্যালিকোস ইউরোপের বাজারেও জনপ্রিয় হয়ে ওঠে। ফলে বর্তমানে এই খাদির উন্নতিতে এগিয়ে এসেছেন মহিলারা। আত্মনির্ভর যেমন হচ্ছেন ঠিক তেমনই খাদির প্রসার ঘটছে জেলায় জেলায়।

কৌশিক অধিকারী