চোর এল, মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করল, মাল নিয়ে চম্পট! সিসিটিভি ধরল সব

রমাকান্তপুর: মন্দিরে চুরি করার আগে মা কালীর পায়ে হাত দিয়ে প্রণাম করছে চোর। আর এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেখার পর হতচকিত পুলিশ অফিসার থেকে মন্দির কমিটির সদস্যরা।

সোমবার রাতে সুতি থানার রমাকান্তপুরের শতাব্দী প্রাচীন রক্ষাকালী মন্দিরে দুই দুষ্কৃতী তালা ভেঙে মন্দিরে ঢুকে সমস্ত গহনা ও প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দেয়।

 চৈত্র মাসে প্রায় দুসপ্তাহ ধরে এখানে মেলা ও পুজো চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। আগে গ্রামের একপ্রান্তে নির্জন জায়গায় পাকুড় গাছের নীচে ছোট মন্দির থাকলে বর্তমানে বড় মন্দির তৈরি হয়েছে।

আরও পড়ুন- দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি ‘দার্জিলিং’ শব্দের মানে জানেন?

এছাড়াও বেশ কিছু পুজোর জায়গার জন্য পাকা ঘরও তৈরি হয়েছে। মন্দিরের চারপাশ সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সোমবার সারাদিনই বৃষ্টিপাত ও ঝড়ের কারণে এলাকার মানুষ সন্ধের পর আর বাইরে বেরোননি। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা।

দু’জন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে মন্দিরের চারটি তালা ভেঙে ভিতরে ঢোকে। এর পরই দেখা যায় মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে মূর্তির সামনে একাধিকবার প্রণাম করতে।

তার পর একাধিক গয়না ও প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়। সকালে গ্রামবাসীরা দেখে মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে মূর্তির দেহের গহনাও নেই। এর পরই সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়ক গাছ।

সুতি থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। মন্দির কমিটির সদস্য রানা দাস বলেন, এর আগেও আমাদের এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। সেই কারণে প্রতিদিন রাতে পুলিশ পাহারাও দেয়। কিন্তু এদিন ঝড় বৃষ্টির কারণে এলাকায় কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে যায়।

আরও পড়ুন- এভারেস্টে ভয়াবহ ‘ট্র্যাফিক জ্যাম’! দুর্গম পথে ভয়ঙ্কর দৃশ্য, ঠিক কী ঘটছে সেখানে,

মন্দির কমেটির সম্পাদক নরোত্তম দাস বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা তো হতবাক। চারটি তালা ভেঙে ওই দুই দুষ্কৃতী মন্দিরে প্রবেশ করে চুরি করে। আমরা চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।