Tag Archives: Thief

Gas Cylinder: বাড়িতে গ্যাস দিতে কে আসে? খুব সাবধান! পঞ্চাশটা বাড়িতে যা করল ডেলিভারি বয়, অবিশ্বাস্য!

দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৫০টিরও বেশী বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি বয়ের ৷ ঘটনার পর মাস তিনেক হতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ ভুক্তভোগীদের ৷

ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে এইসব পরিবারগুলি ৷ একটি মাত্র সিলিন্ডারে কোনওরকমে রান্নার কাজ চালাচ্ছেন তারা ৷ বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে এই ওয়ার্ডের পৌরপিতা ৷

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

ঘটনার তদন্ত চলছে বলেই জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷ এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত ৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত ৷

তিনি বলেন বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে৷ অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিন্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

এলাকার আরেক বাসিন্দা লাবণ্য হালদার বলেন তারা যাতে রান্নাবান্না করে খেতে পারেন তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন৷ উজ্জ্বলা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিন্ডার ব্যবহার করেন তনুশ্রী ভাণ্ডারী। তার একটি মাত্র সিলিন্ডার নিয়ে চলে গিয়েছে বলেই অভিযোগ ৷

এর ফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি ৷ প্রিয়াঙ্কা মণ্ডলের অভিযোগ গ্যাস অফিসে সিলিন্ডারের কথা বললে তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছেন ৷ এদিকে গ্যাস অফিসের সঙ্গেএই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি ৷ তবে ঐ ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সুমন সাহা

Luxury Bus Stolen: গোটা লাক্সারি বাস চুরি, জ্যামে আটকে ধরা পড়ল চোর!

নদিয়া: কাটোয়া বাসস্টান্ড থেকে লাক্সারি বাস চুরি করে পালানোর সময় বাস সহ ধরা চোর! নদিয়ার নবদ্বীপের ঘটনা। কাটোয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাস চুরির অভিযোগ তোলেন বাসের মালিক। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস হঠাৎ করে দেখতে না পেয়ে জিপিএস ট্র্যাক করতে শুরু করেন বাস মালিক৷ দেখতে পান বাসটি কাটোয়ার বাইরে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি কাটোয়া থানায় অভিযোগ জানান তিনি৷ পুলিশ তদন্ত শুরু করে।

গতকাল রাতে চুরি যাওয়া বাসটি নিয়ে নবদ্বীপ শহরে ঢুকে পড়লে সেটা যানজটে আটকে পড়ে। সেই সময় যিনি বাস চালাচ্ছিলেন তার সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে। এরপর স্থানীয়রা যখন বাসের মালিকের কাছে নম্বর জানিয়ে ফোন করেন। তখন স্থানীয়দের কাছে স্পষ্ট হয়ে যায় বাসটি চুরি যাওয়া বাস। এরপর নবদ্বীপ থানার পুলিশ এসে বাস সহ চালককে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যায়।

আরও পড়ুন Today Weather Update: পাহাড়ে জমিয়ে তুষারপাত, সমতলে বৃষ্টির পূর্বাভাস! ঘন কুয়াশার সতর্কতা জারি, জেনে নিন আজকের ঠান্ডার ওয়েদার আপডেট

আটক চালকের নাম সুরুত৷ তার বাড়ি মুর্শিদাবাদে। তার দাবি বাসটি তিনি করিমপুর নিয়ে যাচ্ছিলেন। রাতেই কাটোয়া থানার পুলিশ বাসের মালিককে নিয়ে নবদ্বীপ থানায় এসে চুরি যাওয়া বাস ও আটক যুবককে কাটোয়া থানায় নিয়ে যায়।

রঞ্জিত সরকার ও রনদেব মুখোপাধ্যায়

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F