ফেরি পরিষেবা 

Cyclone Remal Update: দুর্যোগ কাটতেই চালু ফেরি পরিষেবা

পূর্ব বর্ধমান: রিমল দুর্যোগ কাটিয়ে পুনরায় চালু হল ফেরিঘাটের পরিষেবা। রবিবার সন্ধে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল বৃষ্টি। রবিবার রাত থেকে বৃষ্টির সঙ্গে শুরু হয়েছিল ব্যাপক ঝোড়ো হাওয়া। এই বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে রবিবার সন্ধে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন জায়গায় বন্ধ করা হয় ফেরি পরিষেবা।সেরকমই পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ ছিল।

পূর্ব বর্ধমানের বিভিন্ন ফেরিঘাটের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট হল কাটোয়া ভাগীরথী ফেরিঘাট। এই ফেরিঘাটও রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত বন্ধ ছিল। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় এই ফেরিঘাট পুনরায় চালু হয়েছে। স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। এই প্রসঙ্গে যাত্রীরা জানান, ফেরি পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল। নদিয়া থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে আসার এটাই প্রধান পরিবহণ পথ।

আরও পড়ুন: রোহিনী উৎসব কী জানেন? দেখুন ভিডিও

কাটোয়া থেকে নদী পেরিয়ে বহু মানুষকে ওপারে যেতে হয়। আবার ওপার থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা ছাড়াও আরও বিভিন্ন কাজে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এসে থাকেন। ফলে পরিষেবা বন্ধ থাকায় তাঁরা সকলেই অসুবিধার মুখে পড়ছিলেন। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় শেষ পর্যন্ত পরিষেবা চালু হওয়া সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

বনোয়ারীলাল চৌধুরী