যোগ দিবসের আসরের ছবি

International Yoga day 2024:৮ থেকে ৮০ শতাধিক মহিলার যোগা দিবস পালন কোন্নগরে

২১ জুন  আন্তর্জাতিক যোগা দিবস  গোটা দেশব্যাপী এই দিন পালিত করা হয়। গোটা দেশ রাজ্যের পাশাপাশি এই যোগব্যায়াম দিবসে পিছিয়ে নেই জেলা হুগলিও
২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস গোটা দেশব্যাপী এই দিন পালিত করা হয়। গোটা দেশ রাজ্যের পাশাপাশি এই যোগব্যায়াম দিবসে পিছিয়ে নেই জেলা হুগলিও।
হুগলির জেলা প্রশাসনের উদ্যোগে কোন্নগর এলাকায় এই দিন সকালে একটি যোগব্যায়ামের আসর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষেরা।
হুগলির জেলা প্রশাসনের উদ্যোগে কোন্নগর এলাকায় এই দিন সকালে একটি যোগব্যায়ামের আসর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষেরা।
কোন্নগর হাতিরকুল এলাকায় লোকনাথ ঘাট শুক্রবার সকালে শতাধিক মহিলা ও পুরুষ এসে যোগদান করেন এই যোগ ব্যায়াম উৎসবে।
কোন্নগর হাতিরকুল এলাকায় লোকনাথ ঘাট শুক্রবার সকালে শতাধিক মহিলা ও পুরুষ এসে যোগদান করেন এই যোগ ব্যায়াম উৎসবে।
শুক্রবার সকাল ন'টা থেকে শুরু হয় এই যোগ ব্যায়ামের আসর। দিন দিন বাড়তে থাকা পলিউশন ও তার থেকে হওয়া শারীরিক ব্যাধির থেকে যোগব্যায়াম কতটা কার্যকরী সেই নিয়ে আলোচনা করা হয় এই দিন।
শুক্রবার সকাল ন’টা থেকে শুরু হয় এই যোগ ব্যায়ামের আসর। দিন দিন বাড়তে থাকা পলিউশন ও তার থেকে হওয়া শারীরিক ব্যাধির থেকে যোগব্যায়াম কতটা কার্যকরী সেই নিয়ে আলোচনা করা হয় এই দিন।
শরীর সুস্থ রাখতে ও মন ভালো রাখতে যোগব্যায়ামের জুড়ি মেলা ভার। প্রতিদিন নিয়মিত যোগাসন করলে একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অন্যদিকে শরীর থেকে বিভিন্ন টক্সিন দূর হয়। শুধু তাই নয় বিনা ওষুধে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে এই যোগব্যায়াম যে অনস্বীকার্য তা বলছেন এলাকার বিভিন্ন চিকিৎসকরা ও।
শরীর সুস্থ রাখতে ও মন ভালো রাখতে যোগব্যায়ামের জুড়ি মেলা ভার। প্রতিদিন নিয়মিত যোগাসন করলে একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অন্যদিকে শরীর থেকে বিভিন্ন টক্সিন দূর হয়। শুধু তাই নয় বিনা ওষুধে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে এই যোগব্যায়াম যে অনস্বীকার্য তা বলছেন এলাকার বিভিন্ন চিকিৎসকরা ও।
সব মিলিয়ে একুশে জুন বিশ্ব যোগাসন দিবস এখন পালন করছেন প্রতি ঘরে ঘরে মানুষজন। এই দিন কোন্নগরের যোগব্যায়ামের আসরে যোগদান করেছিলেন শতাধিক মহিলারা। ৮ থেকে ৮০ সকল স্তরের মহিলারাই সাদা পোশাকে যোগদান করেন এই যোগব্যায়ামের আসরে। একইসঙ্গে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোন্নগর পৌরসভা কেও এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।
সব মিলিয়ে একুশে জুন বিশ্ব যোগাসন দিবস এখন পালন করছেন প্রতি ঘরে ঘরে মানুষজন। এই দিন কোন্নগরের যোগব্যায়ামের আসরে যোগদান করেছিলেন শতাধিক মহিলারা। ৮ থেকে ৮০ সকল স্তরের মহিলারাই সাদা পোশাকে যোগদান করেন এই যোগব্যায়ামের আসরে। একইসঙ্গে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোন্নগর পৌরসভা কেও এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।