নদীর পাথরের উপরেই সংসার

Jalpaiguri News: নদীই তাঁদের বেঁচে থাকার রসদ! টানা বর্ষণে উথালপাথাল নদীর জলে বিপাকে তিস্তাপাড়ের বাসিন্দারা

জলপাইগুড়ি: বর্ষা আসলেই ডুয়ার্সের এই মানুষগুলোর পেটে গামছা বাঁধতে হয়! বন্ধ হয়ে যায় অর্থ উপার্জনের পথ। বিকল্প কোনও পথও নেই। কেন এমন জানেন? নদীতে কী করে তাদের অর্থ উপার্জনের পথ হয়? এনারা মূলত ডুয়ার্সের চিল ,ঘিস, মাল নদী গুলোর ওপর নির্ভরশীল।

জঙ্গল লাগোয়া কিছু অংশ মহিলা থেকে পুরুষ ডুয়ার্সে এই নদীগুলি থেকে পাথর তুলে এনে সেই পাথর একত্র করে সেই পাথর হাতুড়ির বাড়ি দিয়ে ভেঙ্গে ছোট ছোট করে বিক্রি করেই চলে সংসার। নদীতে জল বাড়লেই তাদের কপালে ভাঁজ পড়ে। কিভাবে অর্থ উপার্জন হবে এবং ঘরের দু’মুঠো অন্ন আসবে তা ভেবেই মাথায় হাত পড়ে ডুয়ার্সের এই মানুষগুলোর।

আরও পড়ুন: ফার্স্ট ফ্ল্যাশের উৎপাদনে ধাক্কা, টানা বৃষ্টিতে সেকেন্ড ফ্ল্যাশ’ও ক্ষতির মুখে! সঙ্কটে চা শিল্প

ডুয়ার্সের নদীগুলিতেই তারা অর্থ উপার্জনের দিশা খোঁজে। কিন্তু, বর্ষার এই তিন মাসে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় উপার্জন একেবারে বন্ধ হয়ে যায়। তিনমাস তেমনভাবে অর্থ উপার্জন হয় না। বন্ধ থাকে অর্থ উপার্জন। বিকল্প কোনও অর্থ উপার্জনের পথও নেই মানুষগুলোর কাছে। পেট চালানোর অন্যতম এক ভরসা এই নদীতে জল বাড়লেই তাদের অর্থ উপার্জনের ভাটা পড়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে