বৃক্ষরোপনের প্রশিক্ষণ

Purulia News : বৃক্ষরোপনের প্রশিক্ষণ দেবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি

পুরুলিয়া : জঙ্গলমহলে বনসৃজন বৃদ্ধি করতে হবে। ‌ বন মহোৎসবের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সেই বার্তা জঙ্গলমহলবাসীর কাছে পৌঁছে দিয়েছে বনদফতর। এবার বনসৃজনের জন্য আরও এক ধাপ এগিয়ে এল বনদফতর। বৃক্ষরোপনের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে বনদফতর। আর সেই প্রশিক্ষণ দেবে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি তথা গাছ দাদু। দুখু মাঝির কাছে প্রশিক্ষণের আর্জি নিয়ে ইতিমধ্যেই দেখা করেছেন জেলার বনধিকারিক এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ। শনিবার দুখু মাঝির বাড়িতে গিয়ে তাকে আর্জি জানান খোদ জেলার বনধিকারিক এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ।‌ বনদফতরের এই উদ্যোগে খুশি দুখু মাঝি।

এ বিষয়ে তিনি বলেন , বনদফতরের পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেইদায়িত্ব পেয়ে তার ভীষণই ভালো লাগছে। তিনি এই দায়িত্ব পালন করতে পারলে খুবই খুশি হবেন। বনদফতর থেকে তার বাড়িতে এসে তাকে গাছ লাগানোর প্রশিক্ষণ দেওয়ার কথা বলে গিয়েছে। বনসৃজন এর জন্য তিনি গাছ লাগানোর প্রশিক্ষণ দেবেন সকলকে।

আরও পড়ুন : ছাগল চড়াতে গিয়ে বন্যপ্রাণীর হামলায় রক্তাক্ত কৃষক, তারপর যা হল…

এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য বলেন , পুরুলিয়ায় গাছ বাবা গাছ দাদু নামে পরিচিত দুখু মাঝি। সম্প্রতি উনি পদ্মশ্রী পেয়েছেন। বনদফতর বেশ কিছু কর্মসূচি নিয়েছে যা ওনার হাত দিয়ে সম্পন্ন করতে চাইছে। মানুষের মধ্যে গাছ লাগানোর জন্য আরও সচেতনতা বাড়াতে চাইছে বনদফতর।

আরও পড়ুন : বৃষ্টির পরিমাণ কম জেলায়, বিকল্প চাষেও লাভ মিলছে না! জেলায় জেলায় মাথায় হাত চাষিদের

পুরুলিয়ার আইকন দুখু মাঝি। তিনি তার গোটা জীবনে লাগিয়েছেন ১০ হাজারেরও বেশি গাছ। পুঁথিগত শিক্ষকতা যোগ্যতা না থাকলেও মানুষের জীবনে গাছের অবদান কতখানি তা তিনি খুব ভালোভাবেই জানেন। আর তাইতো সমস্ত মানুষকে বনসৃজনের বা বৃক্ষ রোপনের পাঠ পড়ান তিনি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

এবার বনদফতরের উদ্যোগে বৃক্ষরোপণের প্রশিক্ষণ দেবেন তিনি।

শর্মিষ্ঠা ব্যানার্জি