দক্ষিণ ২৪ পরগনা, লাইফস্টাইল Parenting Tips: শিশুর বেডরুমে ভুলেও রাখবেন না যে সব জিনিস…! সতর্ক থাকুন, নয়তো বড় বিপদ! Gallery October 26, 2024 Bangla Digital Desk সন্তানকে বাড়িতে খেলার জন্য বিভিন্ন জিনিস কিংবা খেলনা দেন। কিন্তু কেমন ধরনের খেলনা দেবেন তা নিয়ে সতর্ক থাকা উচিত। আপনার শিশু কী খাবে, কী পরবে, এগুলো যেমন নজরে রাখবেন, তেমনই তার বেডরুম সাজানোর ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এমন কোনও আসবাব শিশুর ঘরে রাখবেন না যাতে আঘাত লাগতে পারে। শিশুদের আঘাত লাগার প্রবনতা বেশি থাকে। আসবাবপত্রের কোনাগুলোও যেন ধারালো না হয়। বাচ্চার ঘরে এমন কোনও খেলনা রাখবেন না যার শব্দ বেশি। এতে শিশুমনে খারাপ প্রভাব পড়তে পারে। অতিরিক্ত শব্দে কানের সমস্যাও হতে পারে। চিকিৎসক জে এন হালদার জানান, আপনার শিশুর অ্যালার্জি না থাকে এমন ইনডোর প্লান্ট বাছাই করুন। বাচ্চাদের অ্যালার্জির প্রবনতা বেশি থাকে। আবার গাছের পাতায় যেন আবার ধুলো না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। আপনার শিশুর জন্য বেডরুমে সুইচবোর্ড শিশুর নাগালের বাইরে রাখাই ভালো।আবার আপনার শিশু যে ঘরে থাকবে সে ঘরে টেলিভিশন রাখবেন না। এতে টিভি দেখার প্রবনতা বেড়ে যায়।