Air conditioner in school: ছেলেমেয়েকে স্কুলে এসিতে পড়াতে চান? খরচ দিতে হবে বাবা-মাকেই, নির্দেশ হাই কোর্টের

দিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ চলছে, যার জেরে কষ্ট পাচ্ছেন বহু মানুষ। উষ্ণ আবহাওয়ার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে ভাল নেই ছাত্র-ছাত্রীরাও। গরমের ছুটি পড়ার আগে থেকেই গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এই সময় অনেক বাবা-মা চাইছেন স্কুলে এসি থাকলে ছেলেমেয়ে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। মনে রাখবেন, স্কুলে এসি থাকতেই পারে, কিন্তু খরচ দিতে হবে আপনাকেই। সম্প্রতি এক জনস্বার্থ মামলায় এমনই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

দিল্লির এক বেসরকারি স্কুল এসির খরচ বাবদ প্রতিটি ছাত্রছাত্রীর থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে নিচ্ছিল, যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিভাবকেরা। দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ অভিভাবকদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে জানায়, রশিদ স্পষ্ট উল্লেখ রয়েছে যে স্কুল এয়ার কন্ডিশনিংয়ের জন্যই অতিরিক্ত টাকা নিচ্ছে, যেই পরিষেবা ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, তাই বাড়তি খরচ স্কুল কর্তৃপক্ষ দাবি করতেই পারেন।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

বিচারপতির আরও বক্তব্য, কোন স্কুলে ছেলেমেয়ে ভর্তি হবে তা পছন্দ করার সময় অভিভাবকদের মাথায় রাখতে হবে স্কুল কী কী পরিষেবা ছাত্রছাত্রীদের দেবে, সেই অনুযায়ী খরচও বহন করতে হবে অভিভাবকদের।