Covishield vaccine: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে চিন্তায় বহু গ্রাহক। বিশেষ করে ব্রিটেনের আদালতে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নেওয়ার পরে টিকা নিয়ে চিন্তায় বহু মানুষ। এর মধ্যেই ভারতে কোভিশিল্ড টিকা নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ তুললেন এক অভিভাবক।

আরও পড়ুন: রসমালাই থেকে বিরিয়ানি, ফ্রায়েড চিকেন ছেড়ে ওজন ঝরিয়েছেন ১৬ কেজি, বিশ্বকাপের জন্য কী কী করেছেন পন্থ

কিছু দিন আগেই বিশ্বের সবচেয়ে বড় টিকা নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নিয়েছিল যে কোভিশিল্ড নেওয়ার পরে রক্ত জমাট বাঁধা বা প্লেটলেট কমে যাওয়ার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার পরেই ভারতে টিকা নেওয়ার পরে মেয়ের মৃত্যুর অভিযোগ তুলল পরিবার।

আরও পড়ুন: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই

২০২১ সালে টিকা নেওয়ার পরেই মারা যান বেণুগোপাল গোবিন্দনের ২১ বছর বয়সি কন্যা, এমনই অভিযোগ। এক্স হ্যান্ডেলে তিনি আরও দাবি করেছেন, ইউরোপের ১৫টি দেশ রক্ত জমাট বেঁধে এবং প্লেটলেট কমে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটার পরেই কোভিশিল্ডে নিষেধাজ্ঞা জারি করেছে, তখনই উচিত ছিল সেরাম ইনস্টিটিউটের এই ভ্যাক্সিন দেওয়া বন্ধ করা। পাশাপাশি আদর পুনাওয়লাকে আক্রমণ করে তিনি বলেছেন, টিকা নিয়ে যাদের প্রাণ গিয়েছে  তার জন্য জবাবদিহি করতে হবে আদর পুনাওয়ালা এবং সেরাম ইনস্টিটিউটকে। পাশাপাশি এই মৃত্যুর জন্য তিনি মামলারও হুঁশিয়ারি দিয়েছেন। কোভিশিল্ডের বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানার পরে চিন্তায় পড়েছেন বহু মানুষ, তার মধ্যেই এই ঘটনা টিকা গ্রাহকদের চিন্তা বাড়াবে।