Tag Archives: Corona Vaccine

Covishield vaccine: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে চিন্তায় বহু গ্রাহক। বিশেষ করে ব্রিটেনের আদালতে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নেওয়ার পরে টিকা নিয়ে চিন্তায় বহু মানুষ। এর মধ্যেই ভারতে কোভিশিল্ড টিকা নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ তুললেন এক অভিভাবক।

আরও পড়ুন: রসমালাই থেকে বিরিয়ানি, ফ্রায়েড চিকেন ছেড়ে ওজন ঝরিয়েছেন ১৬ কেজি, বিশ্বকাপের জন্য কী কী করেছেন পন্থ

কিছু দিন আগেই বিশ্বের সবচেয়ে বড় টিকা নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নিয়েছিল যে কোভিশিল্ড নেওয়ার পরে রক্ত জমাট বাঁধা বা প্লেটলেট কমে যাওয়ার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার পরেই ভারতে টিকা নেওয়ার পরে মেয়ের মৃত্যুর অভিযোগ তুলল পরিবার।

আরও পড়ুন: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই

২০২১ সালে টিকা নেওয়ার পরেই মারা যান বেণুগোপাল গোবিন্দনের ২১ বছর বয়সি কন্যা, এমনই অভিযোগ। এক্স হ্যান্ডেলে তিনি আরও দাবি করেছেন, ইউরোপের ১৫টি দেশ রক্ত জমাট বেঁধে এবং প্লেটলেট কমে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটার পরেই কোভিশিল্ডে নিষেধাজ্ঞা জারি করেছে, তখনই উচিত ছিল সেরাম ইনস্টিটিউটের এই ভ্যাক্সিন দেওয়া বন্ধ করা। পাশাপাশি আদর পুনাওয়লাকে আক্রমণ করে তিনি বলেছেন, টিকা নিয়ে যাদের প্রাণ গিয়েছে  তার জন্য জবাবদিহি করতে হবে আদর পুনাওয়ালা এবং সেরাম ইনস্টিটিউটকে। পাশাপাশি এই মৃত্যুর জন্য তিনি মামলারও হুঁশিয়ারি দিয়েছেন। কোভিশিল্ডের বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানার পরে চিন্তায় পড়েছেন বহু মানুষ, তার মধ্যেই এই ঘটনা টিকা গ্রাহকদের চিন্তা বাড়াবে।

পরপর করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, দেখে নিন কারা কারা পেলেন

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা একে একে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (COVID-19 vaccine) নিয়ে নিচ্ছেন৷ এদিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ এদিন কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara ) ও তাঁর স্ত্রী পূজা(Puja ) ৷ সারা দেশের কোটি কোটি মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷

পূজারা ও তাঁর স্ত্রী পূজা দুজনেই করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছে৷ পূজারা জানিয়েছেন  যত দ্রুত সম্ভব সব মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য৷ তিনি ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ পূজা আর আমি ভ্যাকসিন , পেলাম, যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা সকলে আবেদন করুন আর ভ্যাকসিন নিন৷ ’’

আইপিএলের (IPL)  চোদ্দতম মরশুমের খেলা স্থগিত হয়ে যাওয়ার পরেই পূজারাও নিজের বাড়িতে ফিরেছেন৷ বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত সামনে আসে যখন বায়োবাবল ভেঙে একাধিক দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্টস্টাফ পজিটিভ হন৷

ভারতের অন্যতম জোরে বোলার ইশান্ত শর্মা (Ishant Shamra) ও তাঁর স্ত্রী প্রতিমা সিং (Pratima Singh)  সোমবার দিনই ভ্যাকসিন নিলেন৷ ফ্রন্টলাইন ওয়ার্কার যাঁরা এই ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন তাঁরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷

ইশান্তও একইভাবে আবেদন করেছেন যত সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে৷  আর ভ্যাকসিন ়দেওয়ার কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনিও নিজের ভ্যাকসিন কেন্দ্রের বাইরের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Ishant Sharma (@ishant.sharma29)

গত সপ্তাহে অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান এবং পেসার উমেশ যাদব ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷

পূজারা , কোহলি, ইশান্ত ও রাগানে সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন৷ সাদাম্পটনে নিউজিল্যান্ড বনাম ভারত খেলবে৷

আগামিকাল থেকে করোনা ভ্যাকসিনের ‘ড্রাই রান’, করোনাসুর বধের প্রস্তুতি রাজ্যের কোন কোন কেন্দ্রে? জানুন…

#কলকাতা: ২ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্যে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার ড্রাই রান। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে বৃহস্পতিবার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই বৈঠক থেকেই ড্রাই রান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

২ জানুয়ারি থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, নয়াবাদ, আমডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী টিকাকরণের ড্রাই রান শুরু হবে। ফলে তার প্রস্তুতি চলছে জোরকদমে। টিকা দেওয়া ছাড়া, বাকি সবটাই নিয়ম মেনে করা হবে। সম্প্রতি দেশের চার প্রান্তের চার রাজ্যে পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের মহড়া শেষ হয়েছে। মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, ৪ রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এরপরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আসল ভ্যাকসিন ছাড়া বাকি সমস্তই নিয়ম মেনে করা হবে। বিশেষ প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা এই ড্রাই রান পরিচালনা করবেন। প্রতিটি কেন্দ্রে ২৫ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই ড্রাই রান পরিচালনা করবেন। ড্রাই রানের পরেই রিপোর্ট কেন্দ্রীয় ‘কো উইন ‘ অ্যাপ্লিকেশনে তুলে দেওয়া হবে। গোটা প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং কোনও ফাঁক না থাকে, তা দেখার জন্য স্বাস্থ্য দফতরের বিশেষ দল থাকবে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার সিএমও এইচ -র নেতৃত্বে বিশেষ টিম গোটা প্রক্রিয়াটি নজরদারি চালাবে।

জানা গিয়েছে, যেখানে এই ড্রাই রান প্রক্রিয়া চলবে, সেখানে যারা এই টিকা গ্রহণ করবেন তাঁদের ঢোকা, বেরোনোর জন্য আলাদা জায়গা থাকবে। এছাড়াও ইন্টারনেট পরিষেবা দ্রুতগতির থাকতে হবে, টিকার সচেতনতামূলক সমস্ত রকম বিজ্ঞাপন সঠিকভাবে ডিসপ্লে করতে হবে। প্রত্যেকটি টিকা গ্রহণকারীর নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্যাদি বিস্তারিত ভাবে কেন্দ্রীয় ‘কো উইন’ অ্যাপ্লিকেশনে নথিভুক্ত করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা সব অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পর রাজ্য স্বাস্থ্য দফতর সল্টলেক স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে।