আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee News: ফের এত টাকা! এত জমি! নতুন বিপদে পার্থ চট্টোপাধ্যায়! কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত? শুনে চোখ কপালে উঠবে

কলকাতা: আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। বারংবার জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে তাঁর। এই পরিস্থিতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আরও বেনামি সম্পত্তির খোঁজ পেল ইডি! বোলপুর, বিষ্ণুপুর, হাওড়ার বাগনান ও পাটুলি এই চার জায়গায় বিপুল জমির হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুধু তাই নয়, চারটি কোম্পানির হদিশও মিলেছে, যেখানে ২ কোটি টাকা রয়েছে বলে দাবি ইডির। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি।

আরও পড়ুন: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! দারুণ চমক শাসক দলের, কারা হলেন প্রার্থী?

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার চার্জাশিটে পার্থবাবুর যে সম্পত্তির উল্লেখ রয়েছে, সেগুলি ছাড়া নতুন জমি, সম্পত্তি ও টাকার হদিশ পেল ইডি। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরেক অভিযুক্ত তাপস মণ্ডলের খড়দায় আড়াই কোটির টাকার জমির হদিশও পেয়েছে ইডি। ফলে সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের চাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে SSKM হাসপাতালকে চিঠি পাঠাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ, মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, তাঁর পা ফুলেছে এবং পরীক্ষা করে জানানো হোক প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না।