Lok Sabha Election 2024:‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে কোনও সরকারি স্কুল শিক্ষককে নিয়োগ নয়, নির্দেশ কমিশনের

কলকাতা: কাউন্টি এজেন্টদের নিয়ে এ বার কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ সেই নির্দেশনামায় বলা হল, কাউন্টি এজেন্ট হিসাবে এ বার আর কোনও সরকারি স্কুলের বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের নিয়োগ করা যাবে না৷ কমিশনের গণনার নির্দিষ্ট আইন উল্লেখ করে এ কথা নির্দেশনামায় জানিয়ে দিল কমিশন৷

ইতিমধ্যে ছ’টি দফার নির্বাচন হয়ে গিয়েছে৷ এখনও বাকি রয়েছে একদফার নির্বাচন৷ আগামী ১ জুন, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনে নির্বাচন রয়েছে৷ সেই তালিকায় রয়েছে দমদম, বারাসতের পাশাপাশি ডায়মন্ড হারবার, কলকাতার দু’টি আসনও রয়েছে৷ সারা দেশে ভোট গণনার দিনটি নির্ধারিত রয়েছে আগামী ৪ জুন৷ গণনা নিয়ে রয়েছে একাধিক নিরাপত্তার বেষ্টনী৷ এ বার সেই গণনার বিষয়েও নির্দিষ্ট নির্দেশিকা দিল কমিশন৷

কমিশন এ বারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই কড়া থেকেছে৷ এ রাজ্যে কখনও তৃণমূলের, কখনও বিজেপির যুযুধান একাধিক প্রার্থীকে নানারকম নির্দেশিকা দিয়ে সতর্ক করেছে৷ নিরাপত্তার কড়া চাদরে হচ্ছে এ বারের নির্বাচন৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া লোকসভার ছ’টি দফা বাংলায় হয়েছে নিশ্চিন্তেই৷ এ বার গণনা পর্ব মিটলেই হবে৷