পানাগর স্টেশন ঢোকার মুখে এখানেই হয়েছে দুর্ঘটনা।

Paschim Bardhaman News: সে কী ভয়ানক কাণ্ড, পানাগড় স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন পুরুষ ও মহিলা, কেন ঘটল এরকম ঘটনা

পশ্চিম বর্ধমান : সকাল সকাল যে যার মত কাজে বেরিয়েছেন। তার মধ্যেই পানাগড় স্টেশনের কাছে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে শুধু ওই ব্যক্তি নন, চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তির সঙ্গে পড়ে যান এক মহিলাও। যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা হল, সেই সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

জানা গিয়েছে, সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দু’জনেই। সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস এদিন পানাগড় স্টেশনে ঢোকার মুখে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাটি হয়েছে বিরুডিহার কাছে। সেখানেই ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি ও ওই মহিলা। যদিও এখনও পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। নিছক ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা নাকি রয়েছে অন্য কোনও কারণ, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – KKR Team News: দলে অধিনায়ক কি ফাউ নাকি! ‘পুতুলের মতো’ গম্ভীরের কথায় ওঠবস করেন শ্রেয়স, তোলপাড় করা ভিডিও

পানাগড় স্টেশনের কাছে সকালে এই দুর্ঘটনার খবর পায় রেল পুলিশ। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশের কর্মীরা। তারপর সেখান থেকে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি গুরুতর আহত ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পানাগড় এলাকায়। বিশেষ করে পানাগড় স্টেশন ঢোকার মুখে ট্রেনের গতি কম থাকে। আর সে সময় পড়ে গিয়ে এমন দুর্ঘটনা দেখে স্থানীয় মানুষের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়টি নিয়েও অনেকে চর্চা করছেন।

Nayan Ghosh