সব সবজির দাম বেশ কিছুটা কমেছে। 

Paschim Bardhaman News: স্বস্তি ফিরছে মধ্যবিত্তের পকেটে, রেডের পর একটু আয়ত্তে সবজির দাম, রইল হিসেব

পশ্চিম বর্ধমান : বিগত কয়েকদিনে ঊর্ধ্বমুখী সবজির দাম কার্যত নাজেহাল করে দিয়েছে সাধারণ মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে। বিভিন্ন বাজার এলাকায় পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্তারা। কৃষি দফতর, পুলিশের আধিকারিকদের নিয়ে অভিযান চালান হয়েছে। আর তারপরেই যেন কিছুটা স্বস্তি পাচ্ছেন আমজনতা। অল্প হলেও নেমেছে বিভিন্ন সবজির দাম।

এদিন শহরের বিভিন্ন বাজারগুলিতে গিয়ে ক্রেতাদের মুখে কিছুটা স্বস্তির ছাপ দেখতে পাওয়া গিয়েছে।ক্রেতারা বলছেন, বিগত কয়েকদিন যেভাবে সমস্ত শাকসবজির দাম বেড়ে গিয়েছিল, সেই তুলনায় কিছুটা হলেও দাম কমেছে। দু-তিন দিন আগে পর্যন্ত যে সমস্ত সবজির দাম ৬০-৭০ টাকা ছিল, সেগুলি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শসা যেখানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেগুলি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। এছাড়াও কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে আলুর দামেও।

আরও পড়ুন – Bankura’s Virat Kohli: বাঁকুড়ায় “বিরাট কোহলি”! কিং কোহলিকে দ্রোণাচার্য বানিয়ে বেঙ্গল স্কুল টিমে অরিজিৎ

প্রশাসনিক অভিযানের পরে কমেছে দাম। তাতে আমজনতা স্বস্তি পেয়েছেন। একই সঙ্গে তারা অভিযোগ করছেন, অতিরিক্ত মুনাফার লোভে একশ্রেণীর ব্যবসায়ী, সুযোগ বুঝে এইভাবে দাম বাড়িয়ে দিচ্ছিলেন। যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। কৃত্রিমভাবে চাহিদা তৈরি করা হয়েছে। ইচ্ছাকৃত জোগান কম রাখা হয়েছে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার লোভে চাপ পড়েছে সাধারণ মানুষের পকেটে।

অন্যদিকে, এসবের মাঝেই সুফল বাংলা স্টোরগুলিতে ভিড় বেড়েছে ক্রেতাদের। খুচরো বাজারগুলিতে যে দামে বিভিন্ন শাক সবজি পাওয়া যাচ্ছে, তার থেকে ১০ শতাংশ কম দামে জিনিসপত্র পাওয়া যায় সুফল বাংলা স্টোরগুলিতে। রাজ্য সরকারের উদ্যোগে এই সুফল বাংলার স্টোর চালানো হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। জিনিস সস্তা পেয়ে সেখানে ভিড় জমাচ্ছেন বহু ক্রেতা। অন্যদিকে অভিযানের পর খুচরো বাজারে কমেছে দাম।

Nayan Ghosh