হাসপাতালের বিছানায় পরীক্ষার্থী 

Paschim Medinipur News: মেদিনীপুরে বসে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ঝাড়গ্রামের পড়ুয়ার! নেপথ্যে রয়েছে বড় কারণ

পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রাম জেলার ছাত্র মেদিনীপুরে বসে পরীক্ষা দিচ্ছে। দুই জেলার প্রশাসনের মধ্যে সংযোগ করে শিক্ষা দফতর এবং মাধ্যমিক পর্ষদের বিশেষ উদ্যোগে মেদিনীপুর হাসপাতালে বসে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বসেই দিল ঝাড়গ্রাম জেলার জাম্বনি বাণী বিদ্যাপীঠের ছাত্র।

ছাত্র জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। দুটো পরীক্ষা বেশ ভালভাবেই সম্পন্ন হয়েছে তার। তবে দ্বিতীয় পরীক্ষার শেষে, কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ঘটে বিপত্তি। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্র। আঘাত গুরুতর থাকায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বসেই তৃতীয় পরীক্ষা দিল সোমু মাহাতো।

আরও পড়ুন : কালো পিঁপড়ে কামড়ালে ব্যথা লাগে না কেন? ৯৯% লোকই কিন্তু জানেন না আসল কারণ! চমকে যাবেন শুনলে…

সোমুর বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনির বড়ভং এলাকায়।
জানা গিয়েছে, চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে ইংরেজি পরীক্ষা দিয়ে ফেরার পথে রাস্তায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী সোমু মাহাতো। তৎক্ষণাৎ তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এরপর মাধ্যমিক পর্ষদের সহযোগিতায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা করে দুই জেলা প্রশাসন ও শিক্ষা দফতর। প্রশাসনের সহযোগিতায় সোমবার হাসপাতালে বসেই পরীক্ষা দিল সোমু। কড়া নিরাপত্তায় শিক্ষা দফতরের বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিতে পেরে খুশি ওই ছাত্র ও তার পরিবার।

রঞ্জন চন্দ