NEET UG Arrest

NEET UG Paper Leak Case: বিহারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ধৃত রাজ্যের ৪! যোগ নিট কাণ্ডেও?

জিয়াউল আলম, মধ্যমগ্রাম: ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় পাটনা পুলিশ শুক্রবার মোট ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃত ৪ অভিযুক্তের মধ্যে ৩ জন রাজ্যের বাসিন্দা বলে সূত্রের খবর।

আরও পড়ুন: দেশের আর কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই, বেশিরভাগ অংশেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু

প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার মধ্যমগ্রামের এক ছাপাখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। পটনা পুলিশ সূত্রে খবর, ধৃত ছাপাখানার মালিকের নাম কৌশিক কর। কৌশিকের মধ্যমগ্রামে যে ছাপাখানা রয়েছে তার নাম ব্লেসিং সিকিওর্ড প্রেস প্রাইভেট লিমিটেড। ১৪২ ওল্ড যশোর রোডে, মিত্র কমপ্লেক্সের গঙ্গা নগরের এই কারখানায়  নাকি বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রশ্নপত্র ছাপা হয় বলে জানা গিয়েছে। সেই জন্যই সংস্থার মালিক কৌশিক করকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। ধৃতদের মধ্যে কৌশিক কর ছাড়াও রয়েছেন সুমন বিশ্বাস, সঞ্জয় দাস।

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার তদন্তভার হাতে নেওয়ার পর গত রবিবার ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করে। ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায়  ধৃত ৩ জনের সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।